Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ , ৩০ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 2.9/5 (29 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৩-২২-২০১৪

বাসা ভাড়া না দেয়ায় গুলি, আহত ৪

বাসা ভাড়া না দেয়ায় গুলি, আহত ৪

ময়মনসিংহ, ২২ মার্চ- ময়মনসিংহ শহরের সেহরা এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে একই এলাকার ইদ্রিস আলীর ছেলে শাওনের নেতৃত্বে একদল সন্ত্রাসী সেহরা এলাকার আতিকুলের বাড়িতে এসে বাসা ভাড়া নিতে চায়। এতে রাজি না হলে কথাকাটির এক পর্যায়ে বাসার সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আতিকুল ও তার ভাই রাসেল গুলিবিদ্ধ হয়। এছাড়া তাদের মারধরে আরো দুইজন আহত হয়। তবে গুলিবিদ্ধ দুইজন শংকামুক্ত বলে জানান চিকিৎসক।  আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

গুলিবিদ্ধ আতিকুল জানায়, গত দুইদিন আগে শাওনসহ কয়েকজন যুবক ২৩নং সেহরা এলাকায় তার নির্মাণাধীন দু’তলা বাড়ি ভাড়া নিতে আসে। তখন ভাড়া দেয়া হবে জানালে শাওন তাদের শাসিয়ে যায় এবং ভাড়া না দিলে ৫লাখ টাকা চাঁদা দাবি করে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শাওন, মোমিন, মুন্না, সোহেল ও তন্ময়সহ ৬/৭জনের একদল সন্ত্রাসী বাসায় ঢুকে আবার বাসা ভাড়া চায়। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাওনা বাসার সদস্যদের লক্ষ্য করে গুলি করে। এতে সে ও তার ভাই রাসেল গুলিবিদ্ধ হয়। এসময় বাসার অন্য সদস্যদের মারধর করে বলেও জানান তিনি।
 
কোতোয়ালী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, গুলিবর্ষণকারী শাওনের বাবা-মা ও স্ত্রীকে জিঞ্জাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। শাওন ও তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখনো মামলা হয়নি।

ময়মনসিংহ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে