Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ৫ এপ্রিল, ২০২০ , ২২ চৈত্র ১৪২৬

গড় রেটিং: 2.7/5 (27 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৩-১৮-২০১৪

বিয়ের বয়স নিয়ে মতপার্থক্য

জিনাত জান কবীর


বিয়ের বয়স নিয়ে মতপার্থক্য

ঢাকা, ১৮ মার্চ- আমাদের দেশে আইনত ছেলেদের বিয়ের বয়স ২১ এবং মেয়েদের ১৮ বছর। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার দাবির মুখে সরকার বিয়ের বয়সের এ বৈষম্য দূর করার উদ্যোগ নিয়েছে। তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

অন্যদিকে বিয়ের বয়সের বৈষম্য দূর করতে তা কত হলে ভালো হয় সে বিষয়ে এখনও একমত হতে পারেননি দেশের নারী নেত্রীরা।

ছেলে-মেয়ে উভয়ের বিয়ের বয়স নিয়ে আলাপকালে উঠে এসেছে নারী নেত্রীদের  মতপার্থক্য।

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি ও বাম মোর্চার সমঞ্চয়ক মোশরেফা মিশু মনে করেন, ছেলে মেয়ে উভয়েরর বিয়ের বয়স ২১ বছর করা দরকার। তিনি বলেন, ‘২১ বছরের আগে নারী-পুরুষ কারোর মানসিক, শারীরিক পূর্ণতা আসে না। এছাড়া আমাদের দেশে বাল্যবিয়ের কারণে জনসংখ্যা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যার ফলে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ছেলে-মেয়ে উভয়ের বিয়ের বয়স ২১ বছর করা হলে জনসংখ্যা বৃদ্ধি হ্রাস পাবে। এজন্য সরকারের দিক থেকে সচেতনা বাড়াতে হবে।’
 
তিনি আরও বলেন, সার্বিকভাবে বিবেচনা করে গণমাধ্যমকেও ভূমিকা রাখতে হবে। নারী-পুরুষের বিয়ের বয়স শুধু ২১ বছর আইন করলেই হবে না, তা বাস্তবায়ন করতে হবে। সরকার, প্রসাশন ও সমাজের মানুষ সচেতন হলে আইন বাস্তবায়ন করা সম্ভব।’

বেসরকারি সংস্থা ‘নিজেরা করি’ এর চেয়ারপারসন খুশি কবির বলেন, ‘১৮ বছর বয়সে যদি ভোট দেয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে তাহলে তারা বিয়ে করার সিদ্ধান্তও নিতে পারবে। ১৮ বছর বয়সে নারী ও পুরুষের পরিপূর্ণতার কথা চিন্তা করে বিয়ের বয়স ১৮ বছর করা উচিত।’

১৮ বছর বয়সে একজন পুরুষ কি সংসারের দায়িত্ব নিতে পারবে- এমনটা জানতে চাইলে খুশি কবির বলেন, ‘১৮ বছর বয়সে বিয়ে করতে হবে তাতো বাধ্যতামূলক নয়। তবে বিয়ে করার ডিশিসন নিতে পারবে।’

নারী সংহতির সমন্বয়ক শ্যামলী শীল বলেন, ‘আমাদের দেশের সংস্কৃতির ক্ষেত্রে দেখা যায় স্বামীকে সবক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। সেক্ষেত্রে বয়সকেও ধরা হয়। তবে বিয়ের বয়স যদি একই করা হয় সেক্ষেত্রে ২১ বছর হলে ভালো। এতে নারী ও পুরুষের মধ্যে পরিপূর্ণতা আসে, একইসঙ্গে বয়স ও শিক্ষার ক্ষেত্রে তারা অনেকটা এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘বিয়ের বয়স শুধু ২১ বছর করলেই হবে না, সেইসঙ্গে বাস্তবায়ন হচ্ছে কিনা সে ব্যাপারে সরকারের কঠোর নজরদারি থাকতে হবে।’

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ও মানবাধিকার কর্মী ফাওজিয়া করিম ফিরোজ বলেন, ‘বিয়ের ক্ষেত্রে বাংলাদেশের আইনে বলা হয়েছে ১৮ বছরের নিচে সবাই শিশু। বয়স ১৮ বছর হলে বিয়ে করতে পারবে। বাল্যবিয়ে বন্ধের জন্য আইনটা লিখিত করা হচ্ছে।’

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে