Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯ , ২ কার্তিক ১৪২৬

গড় রেটিং: 3.1/5 (22 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৩-১৮-২০১৪

৪৬ হজ এজেন্সির বিরুদ্ধে সৌদি আরবের নিষেধাজ্ঞা

৪৬ হজ এজেন্সির বিরুদ্ধে সৌদি আরবের নিষেধাজ্ঞা

ঢাকা, ১৮ মার্চ- দেশের ৪৬টি হজ এজেন্সির বিরুদ্ধে আদম পাচারের অভিযোগ এনে  নিষেধাজ্ঞা জারি করেছে। এসব এজেন্সির মাধ্যমে হাজি পাঠানো যাবে না বলে জানিয়েছে সৌদি আরব।

ধর্মবিষয় মন্ত্রণালয়ের উপসচিব জাহাঙ্গীর আলম সোমবার একটি নিউজ এজেন্সিকে বলেন, তদন্তের পর আদম পাচারের সাথে এসব সংস্থাকে কারণ দর্শাও নোটিশ দেয়া হয়েছে।

রমজান মাসের আগেই সৌদি সরকার এজেন্সিগুলো থেকে জবাব পেতে চাইছে। তবে এজেন্সিগুলোর নাম জানা যায়নি।

প্রতি বছর হজ করতে গিয়ে কিছু বাংলাদেশী ফিরে আসেন না। কিছু কিছু হজ এজেন্সি এর সাথে জড়িত বলে জানা গেছে। এমনটাই জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র।

সূত্র আরো জানায়, হজ এজেন্সিগুলোর ব্যাপারে সরকার কঠোর হচ্ছে। উপসচিব জানান, সরকার ইতোমদ্যে কয়েকটি এজেন্সির লাইসেন্স বাতিল করেছে। ১৯৩টি এজেন্সির বিচার চলছে।

তিনি বলেন, আদম পাচারের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে লাইসেন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে