Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ , ২৭ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (7 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-১৪-২০১২

গজল সম্রাট মেহেদী হাসান আর নেই

গজল সম্রাট মেহেদী হাসান আর নেই
গজল সম্রাট মেহেদী হাসান আর নেই। গত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানান জটিল অসুখে ভুগে শুক্রবার করাচীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে.... রাজিউন)। হাসপাতাল সূত্রে জানা গেছে তিনি বক্ষ এবং মূত্রব্যাধিতে ভুগছিলেন।অসুখের কারণে বিগত বছরগুলোতে তিনি সংগীত জগত থেকে দূরে সরে গিয়েছিলেন। তাঁর মৃতু্যতে গোটা উপমহাদেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বোম্বের প্রখ্যাত গায়ক হরিহরণ এক শোকবার্তায় জানান, ‌''আমার রুহানী গুরু আর নেই, যে কষ্টে তিনি ভুগছিলেন তা থেকে মৃতু্যই শ্রেয়।''
মেহেদী হাসান ১৯২৭ সালে ভারতের রাজস্থানের লুনা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। ভারত ভাগ হলে তাঁর পরিবারের সাথে তিনিও পাকিস্তান চলে যান। ২০১০ সালে তিনি চিকিৎসার জন্য ভারত আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন এবং লতা মুঙ্গেশকর, দিলীপ কুমার ও অমিতাভ বচ্চনের সাথে দেখা করার ইচ্ছেও জানিয়েছিলেন কিন্তু মুম্বাইতে বোমা বিস্ফোরণের কারণে তাঁর যাত্রা বাতিল হয়ে যায়। একই কারণে ২০০৮ সালেও তিনি আসতে পারেননি। সর্বশেষ তিনি ভারতে এসেছিলেন ২০০০ সালে।
বাংলাদেশেও মেহেদী হাসানের ভক্ত অনুরাগীর সংখ্যা প্রচুর। তিনি বাংলাতেও বেশ কয়েকটি গান গেয়েছেন এবং বাংলাদেশ ভ্রমণ করেছেন। পাঠকদের আগ্রহের কথা বিবেচনা করে তার একটি গানের ভিডিও সংযুক্ত করা হলো।

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে