Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ , ১০ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.2/5 (17 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-১৪-২০১২

কানাডায় সড়ক দূর্ঘটনায় এক বাংলাদেশীর মৃত্যু

কানাডায় সড়ক দূর্ঘটনায় এক বাংলাদেশীর মৃত্যু
গত ৪ জানুয়ারী রাতে কানাডার সাসকাচুয়ান প্রদেশের লয়েড মিনিষ্টার সিটির ৫০ ষ্ট্রীটে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মাহিনুর জাহিদ বাবু (২৮) নামে এক বাংলাদেশী ঘটনাস্থলে নিহত হন এবং তার মাতা লুৎফুন্নেছা জাহিদকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।

মাহিনুর জাহিদ বাবু  বিশিষ্ট মুক্তিযোদ্ধা কুমিল্লা প্রেসক্লাব ও কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি দেলোয়ার জাহিদ কনিষ্ট পুত্র, যিনি  বর্তমানে কানাডার লয়েড মিনিষ্টার সিটি নিবাসী ও নোটারী পাবলিক অব সাস্কাচুয়ান। মরহুমের নামাজে জানাযা শুক্রবার জুম্মার নামাজের পর আলবার্টার এডমোনটনে অনুষ্ঠিত হয়।

মরহুমের ভাই সাইফুর, তানভীর, বোন এলমা ও ইসরাত সহ বেশ কয়েকজন নিকটাত্মীয় আলবার্টার এডমনটনে বসবাস করেন। তরুন মাহিনুর জাহিদের মৃত্যুতে স্থানীয় এশিয়ান কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে । প্রয়াত মাহিনুরের স্ত্রী রায়হানা রাসমীন বছর দুয়েক আগে ইমিগ্রশন নিয়ে কানাডায় এসেছেন। তিনি পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করেছেন।

কানাডা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে