Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ , ১৪ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (280 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০২-২৭-২০১৪

হংকং বিএনপির উদ্যোগে অমর একুশে পালিত

হংকং বিএনপির উদ্যোগে অমর একুশে পালিত

হংকং, ২৭ ফেব্রুয়ারী- নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে হংকং বিএনপি। এ উপলক্ষ্যে স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে প্রবাসী বাঙ্গালীদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি হংকং শাখার নেতারা।

পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হংকং বিএনপির সভাপতি এসএম মহিউদ্দীন মহি। মহিউদ্দীন তার বক্তব্যে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। একইসঙ্গে হংকংয়ে বসবাসরত সকল বাংলাদেশি ও বাংলাদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষের প্রতি একুশের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

পরে সন্ধ্যায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন হংকং বিএনপির সভাপতি এসএম মহিউদ্দীন মহি এবং পরিচালনা করেন মহাসচিব এমআর খান শাহীন।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের অর্থ-সম্পাদক ইফতেখার উদ্দিন। বক্তব্য রাখেন- হংকং বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য এম জাফর আলী, জহুরুল হক খান স্বপন, সৈয়দ একরাম এলাহী (নাছের), কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি এম. মোশারফ হোসেন, সহ-সভাপতি সেলিম মিঞা, জনসংযোগ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন এবং সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন নিজামী।

বক্তারা সকল ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে