Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ , ১৪ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 2.8/5 (60 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-২৬-২০১৪

বন্ধ হতে চলেছে @facebook.com

বন্ধ হতে চলেছে @facebook.com

ক্যালিফোর্নিয়া, ২৫ ফেব্রুয়ারী- দীর্ঘ ২ বছরের প্রচেষ্টার পরেও ইমেল সিস্টেমে গ্রাহকের সংখ্যা বাড়াতে পারল না ফেসবুক৷ তাই একপ্রকার বাধ্য হয়েই ইমেল পরিষেবা বন্ধ করছে জনপ্রিয় এই স্যোশাল নেটওয়ার্কিং সাইটটি৷

একটি সংবাদসংস্থাকে ইমেলের মাধ্যমে ফেসবুক জানিয়েছেন তারা বন্ধ করতে চলছে তাদের ইমেল পরিষেবা৷ কারণ হিসেবে তারা জানিয়েছেন বেশির মানুষই ফেসবুকের ইমেল অ্যাড্রেস ব্যবহার করেন না, তাছাড়াও তারা বর্তমানে মোবাইল ম্যাসেজিং পরিষেবা আরও বেশি উন্নত করতে চান৷

বহুল প্রচলিত এই কোম্পানিটি ২০১০ সালে তাদের নিজস্ব ইমেল পরিষেবাটি চালু করে৷ তবে ২০১২ সালেই ফেসবুকের ফেসবুক গ্রহকদের মেসেজ পাঠানোর ডিফল্ট অ্যাড্রেস বদল হয়ে গেলেই হইচই শুরু হয়ে যায়৷ মূলত জিমেল কিলার প্রচেষ্টা দেখেই ফেসবুক এই পদক্ষেপ নিয়েছিল৷ তবে মাত্র ৩ বছরের মধ্যে মুখ থুবড়ে পড়ল ফেসবুকের প্রচেষ্টা৷ তারা স্বীকার করে নিয়েছেন তারা আশানুরুপ ফল পাননি৷

কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, তারা দেখেছেন যারাই @facebook.com ইমেল ব্যবহার করেন তাদের বৈশিষ্টগুলি পরিবর্তিত হয়ে যাচ্ছে৷ যখনই কেউ @facebook.com এর মাধ্যমে ইমেল পাঠাচ্ছেন তাদের ক্ষেত্রে ইমেলটি তাদের ম্যাসেজ বা ফসবুকে দীর্ঘস্থায়ী হয় না৷ বেশিরভাগ ক্ষেত্রেই প্রাইমারি ইমেলে এটি চলে যায়৷ এই অসুবিধার কারনে বেশিরভাগ মানুষ এটিকে ত্যাগ করছেন৷

১৯ বিলিয়ন ডলার খরচ করে ইতিমধ্যেই ফেসবুক হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছে৷ মোবাইল ম্যাসেজ পরিষেবা কেনার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি৷

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে