Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ , ১৬ ফাল্গুন ১৪২৬

গড় রেটিং: 3.6/5 (39 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-২৩-২০১৪

ইউক্রেনে একনায়কতন্ত্রের অবসান

ইউক্রেনে একনায়কতন্ত্রের অবসান

কিয়েভ, ২৩ ফেব্রুয়ারী- প্রেসিডেন্ট ইয়ানুকোভিচকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিল ইউক্রনের পার্লামেন্ট৷ সেই সঙ্গে আগামী ২৫শে মে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়৷

এদিকে, এই সিদ্ধান্তের পরই মুক্তি দেওয়া হয় বিরোধী নেত্রী ইওলিয়া টিমোশেঙ্কোকে৷ দীর্ঘ সাত বছর জেলে বন্দি ছিলেন তিনি৷ এর আগে তার মুক্তির বিষয়ে পার্লামেন্টে ভোটাভুটি হয়৷ কিন্তু প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ ক্ষমতা থেকে সরতে অস্বীকার করলে, তাঁর মুক্তি স্থগিত হয়ে যায়৷ অন্যদিকে, পার্লামেন্টে ভোটাভুটির আগে একটি সংবাদমাধ্যমে বিবৃতিতে ইয়ানুকোভিচ বলেন, পার্লামেন্টের এই সিদ্ধান্ত বেআইনি৷ এই ঘটনাকে তার বিরুদ্ধে অভ্যুত্থান বলেও উল্লেখ করেন ইয়ানুকোভিচ৷ পাশাপাশি নিজেকে ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট বলেও দাবি করেন তিনি৷ বিরোধীদের কার্যকলাপকে ১৯৩০ সালে জার্মানির নাৎসী বাহিনীর উত্থানের সঙ্গে তুলনা করেন তিনি৷ এদিন রাশিয়াগামী বিমানে সওয়ার হওয়ার জন্য গেলে ইয়ানুকোভিচকে আটক করে সীমান্ত পুলিশ৷

অন্যদিকে, ইওলিয়া টিমোশেঙ্কো ইয়ানুকোভিচ-যুগের অবসানকে ক্যানসার থেকে মুক্তি বলে উল্লেখ করেন৷ পাশাপাশি সরকার বিরোধী আন্দোলনকারীদের রাস্তায় থাকার আহ্বান জানান তিনি৷

ইউরোপ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে