Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ , ৭ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.4/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-১২-২০১২

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ ফলপ্রসূ হয়নি: বিএনপি

মান্নান মারুফ


রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ ফলপ্রসূ হয়নি: বিএনপি
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ ফলপ্রসূ হবে না জেনেই আমরা অংশ নিয়েছি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন।

তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বিএনপি নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে কোনো আলোচনা করেনি। বিএনপির একটাই আলোচনা আর তা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা।

মির্জা ফখরুল বলেন, ‘সংলাপ ফলপ্রসূ হয়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার পর নির্বাচন কমিশন গঠনের দাবি ‍জানিয়েছেন।’

তিনি জানান, ‘এর উত্তরে রাষ্ট্রপতি বলেন, তিনি সংবাবিধানের প্রতি দায়বদ্ধ। এর বাইরে কিছু করতে পারবেন না। তবু এ বিষয় রাষ্ট্রপতি সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানান বিএনপি নেতাদের।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আরএ গনি, ড. আবদুল মঈন খান প্রমুখ।

এর আগে ড. আবদুল মঈন খান সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির সংলাপে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের কারণে দেশে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তাই এই অচলাবস্থা নিরসনের জন্য উদ্যোগ নিতে রাষ্ট্রপতিকে তিনি অনুরোধ করেছেন।

সংলাপ থেকে বেরিয়ে আবদুল মঈন খান বলেন, বিএনপি চেয়ারপারসন রাষ্ট্রপতির কাছে জনগণের সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেছেন।

খালেদা জিয়ার অনুরোধের প্রেক্ষিতে রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান বলেছেন, ‘আমার কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার ভেতর দিয়েই যতটুকু করা সম্ভব তা করবেন বলে বিরোধী দলীয় নেত্রীকে আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি।’

মির্জা আব্বাস বলেন, ‘আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছি। আমরা বলেছি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা না হলে দেশের জনগণ তা মেনে নেবে না। উপরন্তু, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।’ তিনি বলেন, রাষ্ট্রপতি তার অসহায়ত্বের কথা জানিয়েছেন।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালুর জন্য পদক্ষেপ নিতে আমরা রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি। দেশে বর্তমানে সাংঘর্ষিক রাজনীতি চালু হয়েছে বলেও রাষ্ট্রপতিকে আমরা অবহিত করেছি। একই সঙ্গে এই সাংঘর্ষিক রাজনীতি অবসানে উদ্যোগ নিতেও আমরা রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছে। আমরা বলেছি, রাষ্ট্রপতি উদ্যোগ নিলে এই সাংঘর্ষিক রাজনীতির অবসান হতে পারে।’

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে