Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ , ১২ ফাল্গুন ১৪২৬

গড় রেটিং: 2.9/5 (21 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০২-১৩-২০১৪

দীপিকার বাবা অমিতাভ বচ্চন

দীপিকার বাবা অমিতাভ বচ্চন

মুম্বাই, ১৩ ফেব্রুয়ারী- শুধু ২০১৩ নয়, বলিউডের আশা চলতি বছরও দীপিকার জন্য হয়ে উঠতে পারে লাকি৷ কারণ, ইতিমধ্যেই দীপিকার ঝুলিতে বেশ কয়েকটি ভাল ছবি৷ ভাল শুধু ব্যানার নয়, ভাল পরিচালক, ভাল সহঅভিনেতাও৷ যেমন, সলমনের সঙ্গে জুটি বেঁধে ‘বড়ে ভাইয়া’, রণবীরের সঙ্গে জুটি বেঁধে করণ জহরের ‘শুদ্ধি’৷ আর এবার দীপিকা পড়েছেন ট্যালেন্টেড পরিচালক সুজিত সরকারের নতুন ছবির জন্য৷

সুজিত তাঁর নতুন ছবি ‘পিকু’-র জন্য খুঁজলেন স্ট্রং নায়িকা৷ সুজিতের মগজে বহুদিন থেকেই চলছিল দীপিকার নাম৷ কিন্তু কিছুতেই সবকিছু গুছিয়ে তুলতে পাচ্ছিলেন তিনি৷ অমিতাভের সঙ্গে এক ফ্রেমে টেক্কা দিয়ে অভিনয় করতে পারবে এমন কোনও অভিনেত্রী, এবং চেহারার দিক থেকেও যেন মিল থাকে বচ্চনের সঙ্গে এমন কোনও নায়িকার খোঁজ-ই করছিলেন তিনি৷ শেষমেশ প্রকাশ ঝা-র ‘আরক্ষণ’ দেখে দীপিকাকে ঠিক করে ফেলেছেন সুজিত সরকার৷

খবর অনুযায়ী, পিকু-র চিত্রনাট্য পড়ে ফেলেছেন দীপিকা৷ পছন্দও করেছেন তিনি৷ ডেট সমস্যা না থাকলে অবশ্যই তিনি ছবিটি করবেন বলে জানিয়েছেন দীপিকা৷

খবর ছিল ‘পিকু’তে দেখা যেতে পারে অমিতাভ ও জয়া বচ্চনকেও৷ কিন্কু সম্প্রতি ব্যক্তিগত কারণে জয়া সরে এসেছেন সুজিতের ছবি থেকে৷

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে