মানামা, ৫ ফেব্রুয়ারি- মুক্তার দেশ বাহরাইনে একমাত্র বাংলাদেশ স্কুল এন্ড কলেজ এর ম্যানেজিং কমিটি নির্বাচন ২০১৪-২০১৬ "সর্বজনীন সার্বদলীয় ঐক্য ফোরাম মনোনীত প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে । নির্বাচনে দুইটি প্যানেল অংশগ্রহন করেন। "অন্য প্যানেলটি সম্মিলিত অভিভাবকদের ঐক্য ফোরাম " । ১১ টি পদের মধ্যে চেয়ারম্যান সহ ৮ টিতে সার্বদলীয় ঐক্য ফোরাম এবং ভাইস চেয়ারম্যান সহ মাত্র ২ জন সদস্য পদে সম্মিলিত অভিভাবকদের ঐক্য ফোরাম এর প্যানেল নির্বাচিত হয়েছেন। বাহরাইনস্ত বাংলাদেশ দূতাবাস এর মান্যবর রাষ্ট্রদুতের পৃষ্টপোষকতায় ৩১-০১-২০১৪ তারিক শুক্রবার দুপুর ২-৩০ মিঃ থেকে শুরু হয়ে বিরতীহীনভাবে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহন চলে । রাত ১১.৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার বাহরাইন ইউনিভার্সিটির প্রফেসর ডঃ আশ্রাফ নকিব উল্লাহ নির্বাচন কেন্দ্রে বাহরাইনস্ত বাংলাদেশ দূতাবান এর সম্মানিত কনসুলারদ্বয় মোহাম্মাদ মেহেদী হাসান এবং মোহাম্মাদ মুহিদুল ইসলাম প্রার্থীদের উপস্তিতিতে ফলাফল ঘোষণা করেন। উভয় পক্ষই নির্বাচনের ফলাফল মেনে নিয়ে স্কুল এন্ড কলেজের উন্নয়নের জন্য এক সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নবনির্বাচিত প্রার্থীরা হলেন- চেয়ারম্যান প্রভাষক মোঃ কেফায়েত উল্লাহ মোল্লা, ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ গিয়াস উদ্দিন, টেরেজারার মোঃ সালিম,সদস্যবৃন্দ-হাফেজ ইয়ার মোঃ আব্বাস, মোঃ আব্দুল কারিম,মোঃ আইনুল হক,মোঃ মাওঃআব্দুল বাছিত, আলহাজ্জ মোঃ বেল্লাল হুসেন,এ,বি,জালাল উদ্দীন,হামেদ কাজী হাসান এবং মোঃ জয়নাল আবদীন।
১৯৯৫ সালে মাত্র ৬ জন ছাত্র-ছাত্রী নিয়ে বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠিত হয়। হাটি হাটি পা পা করে বর্তমানে স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৮৪৫ জন । ছাত্র-ছাত্রীদের সম্মানিত অভিভাবক এবং সাবস্ক্রাইবার সহ ভোটারের সংখ্যা ৪৭১ জন এর মধ্যে ৪২১ জন ভোটার ভোট প্রদান করেন। ভোটারের উপাস্থিতি ছিল শতকরা ৮৯.৩৮ ভাগ।
বাহরাইনস্ত বাংলাদেশ দূতাবাস এর মান্যবর রাষ্ট্রদুত মোঃ আলী আকবর ২.৩৫মিঃ এ প্রথম ভোট প্রদান করেন।প্রধান নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনার,বাহরাইনস্ত বাংলাদেশদূতাবাস এর কনসুলারদ্বয় সার্বক্ষণিক নির্বাচনী বুথ সহ আইন শৃঙ্খলা, নিয়ম নীতি তদারকী করেন।
বাংলাদেশ স্কুল এন্ড কলেজ এর ম্যানেজিং কমিটির সাবেক চেয়ারম্যান ইঞ্জিঃমোঃ মোস্তফা এবং সদস্য বৃন্দ ও প্রিন্সিপ্যাল মিঃ আমান উল্লাহ মোঃ সালেহ সহ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, বিজ্ঞ এবং সচেতন অভিভাবক মহল এবং সর্বোপরি শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে জে,এস,সি-২০১৩ পরীক্ষায় এ প্লাস সহ শতভাগ পাশের ফলাফল অর্জন করেছে।