Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ , ২১ জ্যৈষ্ঠ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (21 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-০৯-২০১২

বিচ্ছেদের চূড়ান্ত ঘোষণা

বিচ্ছেদের চূড়ান্ত ঘোষণা
বিচ্ছদের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। ব্যবসায়ী সম্রাট দাহালের সঙ্গে বিয়ের দেড় বছরের মাথায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নেপালের শক্তিশালী রাজনৈতিক পরিবার থেকে আসা বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। ৪০ বছর বয়সী এ অভিনেত্রী ২০১০ সালে ১৯শে জুন মুম্বইতে ব্যবসায়ী সম্রাট দাহালকে বিয়ে করেন। নেপালে নিজ বাড়িতে ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধবের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানিকতা সারেন তারা। বিয়ের পর নেপালেই থেকে যান। কিন্তু বিয়ের একদিন পরেই নিজেদের মধ্যে বোঝাপড়া না হওয়ার অভিযোগ তোলেন মনীষা। দাম্পত্য জীবনের এক বছর পার করে কলহের কারণে তারা বেশ কিছুদিন হলো আলাদা থাকছেন। তাই এবার তাদের বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্তে মোটেও অবাক হননি ভক্তরা। সমপ্রতি অনুষ্ঠিত এক পার্টিতে এ ঘোষণা দিয়েছেন মনীষা। সম্রাটের সঙ্গে বিয়েটা তার ভুল সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। মানসিকভাবে তারা সুখী হতে না পারায় এ সিদ্ধান্ত নিয়েছেন। ডিভোর্সের আইনগত পদক্ষেপ এরই মধ্যে নেয়া হয়ে গেছে। চূড়ান্ত কাগজপত্র তৈরির কাজ চলছে। বিয়ের পর নেপালের কাঠমান্ডুতেই আছেন মনীষা। ডিভোর্সের পর ভারতের মুম্বইতে ফিরে আসবেন এবং আবারও বড়পর্দায় অভিনয়ে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন। তার জন্য ভক্তদের সহযোগিতা ও শুভকামনা চেয়েছেন তিনি।

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে