Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ , ১৩ ফাল্গুন ১৪২৬

গড় রেটিং: 2.4/5 (21 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-২৪-২০১৪

দম্পতির একজনের ডায়াবেটিস থাকলে অন্যজনও আক্রান্ত হতে পারেন

দম্পতির একজনের ডায়াবেটিস থাকলে অন্যজনও আক্রান্ত হতে পারেন

স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনও একজনের যদি ডায়াবেটিস (টাইপ-টু) থাকে, তা হলে অন্যজনের শরীরেও এই রোগ দেখা দিতে পারে৷ একটি গবেষণায় এমন প্রমাণই পেয়েছেন মণ্ট্রিলের ম্যাকগিল ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী৷ তাঁদের মধ্যে রয়েছেন ড. কাবেরী দাশগুপ্ত নামে এক বাঙালিও৷

আরও পড়ুন: বয়স যখন ৩০, রক্ত পরীক্ষা জরুরি

তাঁদের বক্তব্য, কোনও ব্যক্তির টাইপ-টু ডায়াবেটিস হওয়ার আশঙ্কা ২৬ শতাংশ বেড়ে যেতে পারে, যদি তাঁর স্ত্রী বা স্বামীর এই রোগ থাকে৷ ম্যাকগিল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ডায়াবেটিস আক্রান্ত দম্পতিদের উপর সমীক্ষা চালিয়ে এই প্রমাণ পেয়েছেন৷ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক এবং গবেষক ড. কাবেরী দাশগুপ্ত বলেছেন, "টাইপ-টু ডায়াবেটিস নিয়ে গবেষণা চালিয়ে আমরা দেখেছি, যদি কোনও দম্পতির একজনেরও এই রোগ থাকে, তা হলে অপরজনের তা বেড়ে যাওয়ার আশঙ্কা ২৬ শতাংশ৷" তাঁর মতে, একসঙ্গে বসবাস করার ফলে স্বামী-স্ত্রীর আচার, আচরণের পরিবর্তন ঘটে৷ তার প্রভাব পড়ে তাঁদের স্বাস্থ্যের উপরেও৷

বিষয়টি নিয়ে পৃথিবীর বিভিন্ন্ প্রান্তে ৭৫,৪৯৮ জন দম্পতির উপর গবেষণা চালিয়েছেন এই বিজ্ঞানীরা৷ পরীক্ষার সময় বিচার করেছেন দম্পতিদের বয়স, আর্থসামাজিক অবস্হার মতো বিষয়গুলিও৷ ছ'টি নির্বাচিত পরীক্ষার ফল বিশ্লেষণ করে তাঁরা দেখেছেন, স্বামী-স্ত্রীর দু'জনের একজনেরও যদি টাইপ-টু ডায়াবেটিস থাকে, তা হলে অপরজনের এই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়৷ কাবেরী দাশগুপ্ত বলেছেন, "গবেষণার সময় আমরা রোগীদের স্বাস্থ্য-ইতিহাসের পাশাপাশি তাঁদের পারিবারিক ইতিহাসও খতিয়ে দেখেছি৷"

 

সচেতনতা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে