Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ , ৭ ফাল্গুন ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (82 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-২৪-২০১৪

হুমায়ূন আহমেদের জীবনের ১২টি দুর্লভ ছবি!

ফজলুল করিম রনি


হুমায়ূন আহমেদের জীবনের ১২টি দুর্লভ ছবি!

মা আয়েশা ফয়েজের
প্রথম ছবিতে দেখা যাচ্ছে মা আয়েশা ফয়েজের সঙ্গে হুমায়ূন আহমেদ ও তাঁর পাঁচ ভাইবোন৷ বাংলাদেশের আরও দুজন নামকরা লেখক মুহম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীব তাঁর দুই ভাই।

গুলতেকিন যখন সঙ্গী
 
প্রথম স্ত্রী গুলতেকিনের সঙ্গে হুমায়ূন আহমেদ৷ উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক প্রিন্সিপাল ইবরাহীম খাঁর নাতনি ছিলেন গুলতেকিন৷ প্রেম করার কয়েক বছর পর ১৯৭৩ সালে দুজন বিয়ে করেছিলেন৷ এরপর ২০০৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়৷ এই দম্পতির সংসারে তিন কন্যা ও এক পুত্র আছে।

বাবা-মার সঙ্গে
 
বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের সঙ্গে হুমায়ূন আহমেদ৷ হুমায়ূনের বয়স যখন ২৩ বছর তখন ১৯৭১ সালের ৫মে পিরোজপুরের তৎকালীন এসডিপিও ফয়জুর রহমান আহমেদ পাক সেনাদের গুলিতে শহীদ হন৷

ভাইবোনের সঙ্গে
 
বোন সুফিয়া হায়দার, যাঁকে হুমায়ূন আহমেদ অনেক বইতে শেফু নামে উল্লেখ করেছেন, এবং ছোট ভাই আহসান হাবীবের সঙ্গে হুমায়ূন আহমেদ৷

সব ভাই-বোন এক সাথে
 
ছবিতে হুমায়ুন আহমেদ ও তাঁর ভাইবোনেরা।

প্রিয় ভাগ্নি শর্মিকে কোলে নিয়ে বড় মামা হুমায়ূন
 
হুমায়ূন আহমেদের মৃত্যুর পর শর্মি ডয়চে ভেলেকে বলেছিলেন, ‘‘ঈদের সময় বড় মামা যার বয়স যত তার দ্বিগুন সেলামি দিত, মানে আমার বয়স যদি ছয় হতো তাহলে আমি পেতাম ১২ টাকা সেলামি!’’

 

 

স্মরণ

আরও লেখা

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে