Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০ , ১৯ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.1/5 (139 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-২৩-২০১৪

সিঙ্গাপুরে দুই বাংলাদেশির মৃত্যু

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু


সিঙ্গাপুরে দুই বাংলাদেশির মৃত্যু

সিঙ্গাপুর, ২৩ জানুয়ারি- সিঙ্গাপুরে নির্মাণাধীন একটি বহুতল ভবনের পাঁচতলা থেকে পড়ে মারা গেছেন দুই বাংলাদেশি শ্রমিক।

বুধবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে।

সূত্র জানায়, শ্রমিকরা যখন দুপুরের খাবারে বা বিশ্রামে ব্যস্ত ছিলেন, তখন বোনাবিস্তা এলাকায় নির্মাণাধীন ‘ফিউশন ওয়ে ফেস-৫’ এর  বহুতল ভবনের ৫ তলার লিফটিং প্লাটফরম থেকে নিচে পড়ে যান ওই দুই শ্রমিক।

গেমন কনস্ট্রাকসনস কোম্পানির স্কাফোল্ড সুপার ভাইজার আকাশ আকবর সোহেল জানান, হলুদ রংয়ের লিফটিং প্লাটফরমে কালো রংয়ের একটি কম্প্রেসার মেশিন রাখা ছিলো, যার চাকা জাম দেয়া না থাকায় পেছনের দিকের দরজায় ধাক্কা দেয়ায়, মেশিনটি পড়ে যেতে চাইলে দুই শ্রমিক তা টেনে রাখতে চান।

কম্প্রেসারটির ওজন অত্যধিক হওয়ায় তারা তা আটকাতে ব্যর্থ হয়ে নিচে পড়ে যান।

নিহত দুই বাংলাদেশির নাম রাজেশ ও রতন। তাদের দুজনের বাড়ি টাংগাইল ও বরিশাল।

নির্মাণাধীন ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম জি এস ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশনস।

সিঙ্গাপুর পুলিশ এবং সিভিল ডিফেন্স ফোর্স দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিঙ্গাপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে