Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ , ৭ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.2/5 (22 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-২২-২০১৪

ট্রেনের কাটা পড়ে প্রাণ হারালো দুই সিংহী

ট্রেনের কাটা পড়ে প্রাণ হারালো দুই সিংহী

গুজরাত, ২২ জানুয়ারি- ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু এখন জলভাত l এবার ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারালো গিরের দুই সিংহী l

মঙ্গলবার গুজরাটের গির অভয়ারণ্যের আম্রেলির সুরেন্দ্র নগরে পিপাভাভ রেলবন্দরে দ্রুতবেগে ছুটে আসা একটি মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে l ডেপুটি ফরেস্ট অফিসার যে কে মাকবানা জানিয়েছেন, এদিন সকালেই রাজুলা অঞ্চলের বেরাই গ্রামের কাছে ট্রেন লাইনে কাটা পড়ে মৃত্যু হয়েছে l সাম্প্রতিককালে ট্রেনে কাটা পড়ে পূর্ণবয়স্ক সিংহী মারা যাওয়ার ঘটনা বিরল l একবছর আগে একটি সিংহ শাবক ট্রেন লাইন ধরে আসার সময় কাটা পড়ে আর যায় l

দুর্ঘটনাস্থলটি গির অরণ্য থেকে ৩৫-৪০ কিমি দুরে l তবে এই অঞ্চলে প্রায়শই 'বিগ ক্যাট' ও তাদের ছানাপোনাদের আনাগোনা লক্ষ্য করা যায় l ১৫ বছর আগে একটি সিংহ ও সিংহী ট্রেনে কাটা পরার পর থেকে এই অঞ্চলে ট্রেন ধীরগতিতে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় l তার ফলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছিল l কালকের ঘটনার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন ফরেস্ট অফিসাররা l এই মুহুর্তে গির অরণ্যে মোট সিংহের সংখ্যা ৪১১ l

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে