Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ , ৬ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (37 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-২১-২০১৪

শিশু ধর্ষণের দায়ে ২ বছরে ৪শ পাদ্রি পদচ্যূত

শিশু ধর্ষণের দায়ে ২ বছরে ৪শ পাদ্রি পদচ্যূত

প্যারিস, ২১ জানুয়ারি- শিশুদের ওপর ধর্ষণসহ নানা নির্যাতনের কারণে দুই বছরে প্রায় ৪০০ জন পাদ্রিকে পদচ্যুত করেছিলেন বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের সাবেক প্রধান ধর্মগুরু পোপ ষোড়শ বেনিডিক্ট ।

বার্তা সংস্থা এপিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়,  শিশুদের ধর্ষণ ও নির্যাতন করার অপরাধে পোপ বেনডিক্ট ২০১১ সালে ২৬০ জন এবং ২০১২ সালে ১২৪ জন পাদ্রির পৌরহিত্য বা ধর্মীয় স্ট্যাটাস বাতিল করেন । তিনি ২০০৮ ও ২০০৯ সালে একই অপরাধের জন্য ১৭১ জন পাদ্রিকে পদচ্যুত করেছিলেন।

তবে এ ধরনের অপরাধের জন্য পদচ্যুত হওয়া পাদ্রিদের সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে গির্জা সংশ্লিষ্ট একজন আইনজীবী জানিয়েছেন।

গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার প্যানেল ভ্যাটিকানের একদল কর্মকর্তাকে শিশু নির্যাতক পাদ্রিদের মাধ্যমে হাজার হাজার শিশুর নির্যাতিত হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন।

এই প্রথম পাদ্রিদের হাতে শিশু নির্যাতন মামলার বিষয়ে জাতিসংঘের উদ্যোগে জেনেভা ও সুইজারল্যান্ডে শুনানি অনুষ্ঠিত হয়। গির্জা এ বিষয়ে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, এই মামলাগুলো পরিচালনা করা সেইসব দেশের বিচার-বিভাগের দায়িত্ব যেসব দেশে নির্যাতনের ওইসব ঘটনা ঘটেছে।

ইউরোপ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে