ঢাকা, ২০ জানুয়ারি- দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনঃভোটে বিজয়ী আরও তিন সংসদ সদস্য শপথ নিয়েছেন। সোমবার বিকেলে সংসদ ভবনের স্পিকারের কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পাঠ করান।
তারা হলেন- বগুড়া ৭ আসনে নির্বাচিত জাতীয় পার্টির প্রার্থী মুহম্মদ আলতাফ আলী এবং আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী গাইবান্ধা-৪ আসনের আবুল কালাম আজাদ ও যশোর-৫ আসনের স্বপন ভট্টাচার্য।
সংসদ সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় ডেপুটি স্পিকার শওকত আলী এবং সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটের পর ৮ জানুয়ারি ২৯০ জনকে সাংসদ ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
এরপর গত বৃহস্পতিবার যশোর-৫, বগুড়া-৭, গাইবান্ধা-১, গাইবান্ধা-৩, গাইবান্ধা-৪, দিনাজপুর-৪ এবং লক্ষ্মীপুর-১ আসনে পুনঃভোট হয়।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন গোলযোগ হওয়ায় এসব আসনের অনেকগুলো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রেখেছিল ইসি।
এই সাত আসনের মধ্যে আওয়ামী লীগ তিনটি, জাতীয় পার্টি একটি, স্বতন্ত্র দুটি ও তরিকত ফেডারেশন একটি আসনে জয় পায়।