Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ , ২২ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 2.8/5 (21 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-২০-২০১৪

শপথ নিলেন আরও তিন সাংসদ

শপথ নিলেন আরও তিন সাংসদ

ঢাকা, ২০ জানুয়ারি- দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনঃভোটে বিজয়ী আরও তিন সংসদ সদস্য শপথ নিয়েছেন। সোমবার বিকেলে সংসদ ভবনের স্পিকারের কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পাঠ করান।

তারা হলেন- বগুড়া ৭ আসনে নির্বাচিত জাতীয় পার্টির প্রার্থী মুহম্মদ আলতাফ আলী এবং আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী গাইবান্ধা-৪ আসনের আবুল কালাম আজাদ ও যশোর-৫ আসনের স্বপন ভট্টাচার্য।

সংসদ সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় ডেপুটি স্পিকার শওকত আলী এবং সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটের পর ৮ জানুয়ারি ২৯০ জনকে সাংসদ ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এরপর গত বৃহস্পতিবার যশোর-৫, বগুড়া-৭, গাইবান্ধা-১, গাইবান্ধা-৩, গাইবান্ধা-৪, দিনাজপুর-৪ এবং লক্ষ্মীপুর-১ আসনে পুনঃভোট হয়।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন গোলযোগ হওয়ায় এসব আসনের অনেকগুলো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রেখেছিল ইসি।

এই সাত আসনের মধ্যে আওয়ামী লীগ তিনটি, জাতীয় পার্টি একটি, স্বতন্ত্র দুটি ও তরিকত ফেডারেশন একটি আসনে জয় পায়।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে