Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ , ১০ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.1/5 (14 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-০৭-২০১২

সৌন্দর্যবর্ধক চিকিৎসা নিচ্ছেন এরশাদ

তোহুর আহমদ


সৌন্দর্যবর্ধক চিকিৎসা নিচ্ছেন এরশাদ
সৌন্দর্যবর্ধক চিকিৎসা নিচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ। আরও তারুণ্যোদীপ্ত করে নিজেকে উপস্থাপিত করতে চান প্রায় ৮২ বছর বয়স্ক সাবেক এ প্রেসিডেন্ট। মুখমণ্ডলে বয়সের যে ভাঁজ পড়েছে সেগুলো সারাতে লেজার চিকিৎসা নিচ্ছেন তিনি। এছাড়া মাথার সামনের যে অংশের চুল পড়ে গেছে সেখানে কিভাবে আবারও চুল গজানো যায় সে চেষ্টাও করে যাচ্ছেন। আর এজন্য এরশাদ নিয়মিত যাচ্ছেন রাজধানীর বনানী নমকরা একটি লেজার ক্লিনিকে। বনানীর ১নং রোডে অবস্থিত এ ক্লিনিকে সপ্তাহে দু’দিন চিকিৎসা নিচ্ছেন তিনি। এ পর্যন্ত বেশ কয়েক বারই তার ওপর এন্টি এজিং লেজার থেরাপি প্রয়োগ করা হয়েছে। একই সঙ্গে তার মুখের ত্বক যেন চকচকে এবং উজ্জ্বল দেখায় এজন্য তাকে দেয়া হচ্ছে আল্ট্রা হোয়াইটনিং থেরাপি। তবে এরশাদ অতিগোপনীয়তার সঙ্গে ওই লেজার ক্লিনিকে যান। চিকিৎসকের সঙ্গে বিশেষ এপয়েন্টমেন্ট করে তিনি সৌন্দর্যবর্ধক চিকিৎসা নেন। সূত্র জানিয়েছে, এরশাদ যে সময় ক্লিনিকে যান সে সময় ক্লিনিকে আর কোন রোগী রাখা হয় না। একটি কালো কাঁচের গাড়িতে তিনি সেখানে যান। দীর্ঘ সময় ধরেই তার মুখমণ্ডলে লেজার রশ্মি প্রয়োগ করা হয়। তবে এ বয়সে মুখমণ্ডলে পড়া বলিরেখা ও বয়সের ভাঁজ পুরোটাই দূর করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্কিন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, উন্নত লেজার চিকিৎসার মাধ্যমে বলিরেখা অনেকটাই দূর করা সম্ভব। ত্বক হবে উজ্জ্বল ও লাবণ্যময়, নজরকাড়া। তবে এ ধরনের চিকিৎসা নেয়ার পরবর্তী সময়ে বেশ ঝক্কি পোহাতে হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, চিকিৎসা নেয়ার পর জীবনভর বেশকিছু নিয়ম মেনে চলতে হয়। সূর্যরশ্মি থেকে দূরে থাকতে হয়। এমনকি বাড়িতেও আল্ট্রাভায়োলেট রশ্মি প্রতিরোধী বাল্ব ব্যবহার করতে হয়। এছাড়া বেশকিছু ইনজেকশন ও ওষুধ সেবন করতে হয়। সেবন করতে হয় উচ্চ মাত্রার ভিটামিন। নিয়মিত রূপচর্চার প্রয়োজন হয়। এছাড়া এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশে এ চিকিৎসা প্রথম নিয়ে এসেছে বনানীর একটি লেজার ক্লিনিক। সূত্র জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট এরশাদ বিদেশেও সৌন্দর্যবর্ধক চিকিৎসা নিয়েছেন। ভারত-সিঙ্গাপুরে প্রায় ১০ বছর চিকিৎসা নিয়ে আসছেন বলে জানিয়েছে সূত্র। এছাড়া নিয়মিত তিনি পার্লারে গিয়ে স্পা করেন। স্পা হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে শরীরের প্রতিটি অঙ্গ পরিষ্কার করে সুগন্ধি লাগানো হয়। দীর্ঘ সময় ধরে ম্যাসাজ করা হয়। এরশাদের চিকিৎসকরা জানিয়েছেন- ত্বক, চুল এবং শরীরের বিভিন্ন অঙ্গের প্রতি অত্যন্ত যত্নশীল এরশাদ। দীর্ঘ সময় ধরে তার মুখমণ্ডলে লেজার থেরাপি দেয়ার সময় তিনি একটুও বিরক্ত হন না। চিকিৎসককে যথেষ্ট সহযোগিতা করেন তিনি। যোগাযোগ করা হলে বনানীতে অবস্থিত ওই লেজার ক্লিনিকের এক কর্মকর্তা বলেন, বিষয়টি এরশাদ সাহেব গোপন রাখতে চান। তাই আমরাও কঠোর গোপনভাবেই তার চিকিৎসা করি। ওই কর্মকর্তা বলেন, এরশাদ সাহেব আমাদের এখানে চিকিৎসা নেয়ায় আমরা গর্বিত। এতে আমাদের ক্লিনিকের মর্যাদা বেড়েছে। আমরাই প্রথম এ ক্লিনিকের মাধ্যমে বিশ্বমানের লেজার চিকিৎসা দিচ্ছি।

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে