ঢাকা, ১৮ জানুয়ারি- যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার দেশি-বিদেশি কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। প্রয়োজনে তাদের পরামর্শ ভেবে দেখা হতে পারে, তবে নতি স্বীকার করলে একমাত্র দেশের বাস্তবতার কাছেই আওয়ামী লীগ মাথানত করবে।
শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ায় বাইপাইলে আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন ।
এ সময় সহিংসতামুক্ত রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দেওয়ায় বিএনপির চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান তিনি। সহিংস রাজনীতি ছেড়ে বেগম খালেদা জিয়া শুভবুদ্ধির পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
সুচিত্রা সেনের মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করে যোগাযোগমন্ত্রী জানান, তার প্রিয় অভিনেত্রী ছিলেন সুচিত্রা। অন্তিম ইচ্ছে অনুযায়ী সুচিত্রা সেনের মরদেহ স্বদেশভূমি বাংলাদেশে আনা হলে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। প্রায় দেড় শ কোটি টাকা ব্যায়ে মহাসড়কটি চার লেনে উন্নীত করার-ও ঘোষণা দেন তিনি।
এ সময় মন্ত্রী সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সড়ক বিভাগের ঢাকা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খান, ঢাকার নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ ও মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন আহমেদ প্রমুখ।