ঢাকা, ১৬ জানুয়ারি- জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র ১৭ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বিক্রি শুরু হবে।
বৃহস্পতিবার হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে আরো বলা হয়, ১৯ জানুয়ারি রোববার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন আগ্রহী প্রার্থীরা পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। প্রতিটি আবেদনপত্রের জন্য ৫ হাজার টাকা পার্টি তহবিলে জমা দিতে হবে।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, রোববারের মধ্যেই আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। পরের দিন ২০ জানুয়ারি সোমবার সকাল ১১টা থেকে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মেজর (অব.) খালেদ আক্তারের কাছ থেকে প্রার্থীরা আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।