ঢাকা, ১৫ জানুয়ারি- কে হবেন পররাষ্ট্র মন্ত্রী? স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, না-কি সাবের হোসেন চৌধুরী এমপি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী মহলে বারবার এ দুটি নামই শোনা যাচ্ছে।
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে পররাষ্ট্র মন্ত্রী করলে কেমন হয়- প্রধানমন্ত্রীকে এমন প্রস্তাব দিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা। কিন্তু যেহেতু তিনি স্পিকার পদে ভাল করছেন তা না করে পরিবর্তে সাবের হোসেন চৌধুরী পররাষ্ট্র মন্ত্রী হিসেবে যোগ্যতম ব্যক্তি এমন ধারণা প্রধানমন্ত্রীকে দেয়া হয়েছে।
যেহেতু এক সময়ের সংস্কারপন্থী বলে পরিচিতদের দল ও সরকারে কাজে লাগানোর নীতি শেখ হাসিনা নিয়েছেন, সুতরাং সাবের চৌধুরীর ক্ষেত্রে আর কোনো বাধা থাকার কথা নয়। এক সময় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী যুক্তরাজ্যে উচ্চশিক্ষিতই শুধু নন, মার্জিত এবং মিষ্টভাষী বলেও পরিচিত।
গত পাঁচ বছরে দীপু মনি পররাষ্ট্র মন্ত্রী হিসেবে ব্যর্থতার পরিচয় দেয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এমন মুখই প্রধানমন্ত্রী আনতে চাইছেন, যিনি সরকারের বোঝা না হয়ে সম্পদ হতে পারেন। সেই বিবেচনাতেই বারবার শিরীন শারমিন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীর নাম বলা হচ্ছে।
স্পিকার হওয়ার আগে শিরীন শারমিন চৌধুরী মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।