ঢাকা, ১৪ জানুয়ারি- সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তৃতীয়বারের মতো সরকার গঠন করে মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় সামরিক বাহিনীর সদস্যরা সশস্ত্র সালাম জানান। এসময় মন্ত্রিসভার সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সোমবার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে এবং বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
বুধবার বেলা ১১টায় শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।
রোববার ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার মধ্য দিয়ে টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা।