Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১৫ আগস্ট, ২০২০ , ৩০ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 2.9/5 (52 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-০৬-২০১৪

১০ জানুয়ারি আ.লীগের শোডাউন

১০ জানুয়ারি আ.লীগের শোডাউন

ঢাকা,০৬ জানুয়ারি- ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওর্য়াদী উদ্যানের বিশাল সমাবেশ করবে আওয়ামী লীগ (আ.লীগ)। এর পাশাপাশি রাজধানীতে নিজেদের বড় ধরনের শোডাউনও দেবে টানা দুইবার ক্ষমতায় আসা দলটি। হবে নির্বাচনে জয়ের আনন্দ উৎসবও।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছেন তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

দশম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এ সমাবেশে বড় ধরনের শোডাউনের মাধ্যমে দেশবাসীর কাছে নিজেদের জনপ্রিয়তা ও শক্তি প্রদর্শন করতে চায়। এর মাধ্যমে তারা বিরোধীদের সর্তক করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিজেদের গ্রহণযোগ্য করে তুলতে প্রভাব সৃষ্টি করতে চায়।

১০ জানুয়ারির কর্মসূচিকে সফল করতে জোরেসোরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি নিচ্ছে। সোহরাওয়ার্দীর সমাবেশ সফল করতে ৭ জানুয়ারি মঙ্গলবার সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভা ও ঢাকার আশপাশের জেলা নেতাদের সঙ্গে বৈঠক করবে আওয়ামী লীগ।

এ সভা থেকে সবাইকে প্রয়োজনীয় সিদ্ধান্ত দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। কর্মসূচি সফল করার লক্ষ্যে মঙ্গলবার ঢাকা মহানগর আওয়ামী লীগও বর্ধিত সভার আয়োজন করেছে।

ঢাকার আশপাশের এলাকাগুলো থেকেও নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেবে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি পালন করা হবে। বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ করবে স্থানীয় আওয়ামী।

কর্মসূচি বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ  বলেন, সমাবেশে জনতার ঢল নামবে। নেতা-কর্মীরা আনন্দ-উৎসাহ নিয়ে কর্মসূচিতে অংশ গ্রহণ করবে।

বহু সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বড় ধরনের শোডাউনের ব্যাপারে তিনি আশাবাদী।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া  বলেন, ‘কর্মসূচি সফল করতে আমাদের প্রস্তুতি অত্যন্ত ভালো।’

যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, ‘কর্মসূচি সফল করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছি। সহযোগী সংগঠন হিসেবে প্রতিবারের মত এবারো আমরা সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করব।’

ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম  জানান, বড় ধরনের জমায়েত সৃষ্টি করতে ছাত্রলীগও সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।

ঢাকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে