ময়মনসিংহ, ০৫ জানুয়ারি- ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাক্টর চাপায় দুই শিশু নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম শান্তনা (৮) ও শাহাদাত (৪)। শান্তনা উপজেলার গোয়াতলা ইউনিয়নের ইজারাপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। আর শাহাদাত একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।
স্থানীয় ও ধোবাউড়া থানা পুলিশ সূত্র জানায়, ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের ইজারাপাড়া গ্রামে বাড়ির পাশে ক্ষেতে ট্রাক্টর দেখে এগিয়ে গেলে শান্তনা ট্রাক্টর চাপায় ঘটনাস্থলেই মারা যায় এবং শাহাদাতকে সংকটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।