কলকাতা, ৫ জানুয়ারি- ভালো নেই মহানায়িকা সুচিত্রা সেনের শারীরিক অবস্থা। এই কিছুটা সুস্থ হচ্ছেন পরক্ষণেই তার অবস্থার অবনতি হচ্ছে। এ অবস্থার মাঝে শনিবার সকালে খুলে দেওয়া হয়েছে তার নন ইনভেসিভ ভেণ্টিলেশন৷ আপাতত তাকে রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে৷
জানা গেছে, মহানায়িকার সেবা করতে পালা করে তাঁর পাশে থাকছেন মুনমুন সেন ও রাইমা সেন৷ শুক্রবার সারা রাত হাসপাতালে ছিলেন মুনমুন৷ শনিবার সকাল সাড়ে ৯ টা নাগাদ হাসপাতালে আসেন রাইমা৷
এদিন সকালে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, আপাতত মহানায়িকার শ্বাসকষ্ট কিছুটা স্থিতিশীল হওয়ায় খুলে দেওয়া হয়েছে ‘বাইপাপ’ মেশিন৷ হাসপাতালের বেডে শুয়েই প্রায় ১ লিটার জল খেয়েছেন তিনি৷ দেওয়া হয়েছে হালকা চা ও বিস্কুট৷ রাতে তাঁর ভালো ঘুম হয়েছে৷ শুক্রবারের তুলনায় তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পেয়েছে৷ হৃদস্পন্দনও নিয়ন্ত্রণে রয়েছে৷ তবে তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানানো হয়েছে মেডিক্যাল বোর্ডের তরফে৷