Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ , ১৪ ফাল্গুন ১৪২৬

গড় রেটিং: 2.7/5 (35 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-০১-২০১৪

বছর শেষের আত্মসমালোচনায় নিজেকে করতে পারেন যে ২৫টি প্রশ্ন

বছর শেষের আত্মসমালোচনায় নিজেকে করতে পারেন যে ২৫টি প্রশ্ন

আরও একটি বছর চলে গেলো সময়ের প্রবাহে, আর মাত্র কয়েক ঘণ্টা বাদেই ফুরিয়ে যাবে ২০১৩ সাল। বছরের শেষে এসে সবার মনেই কমবেশি একটি অন্য রকম অনুভূতি খেলা করে। একটি বছর শেষ হবার তা খারাপ হোক কিংবা ভালো, আমরা সবাই-ই খানিকটা বিষণ্ণ বোধ করি। হয়তো এই ভেবে যে অতিবাহিত হয়ে গেলো আরেকটি বছরের, জীবন থেকে ঝরে গেল আরেকটি অধ্যায়। সেই সাথে বছর শেষের মুহূর্তকে উদযাপন করা হয় হাসি আর আনন্দে। উদযাপন করা হয় ভালবাসার মানুষের সাথে, নিজের পরিবার ও বন্ধু-বান্ধবের সাথে।

উদযাপন করা ছাড়াও বছরের শেষ দিনটিতে ফেলে আসা বছরটি নিয়ে কমবেশি ভাবেন সকলেই। আসলে কেমন গেলো বছরটি? নিজের লক্ষ্যে কতটুকু এগোনো হয়েছে? কী অর্জন করলাম এই বছরে?- এরকম নানা প্রশ্ন এসে ভিড় করে মনে। তবে কেবল প্রশ্ন এলেই হবে না, প্রশ্নের উত্তর গুলোও খোঁজা চাই। আর পুরাতন বছরের শেষে এ সকল প্রশ্নের উত্তর দিয়েই সাজিয়ে নিতে পারেন নিজের আগামী বছরের সাফল্যের পরিকল্পনা।

দেয়া হলো সেই ২৫ টি প্রশ্ন যেগুলো বছর শেষে আপনাকে বুঝতে সহায়তা করবে নিজেকে। যেগুলো আপনার সামনে জীবনের নির্মম বাস্তবতা প্রদর্শন করবে, একই সাথে সেই বাস্তবতা মেনে নিতে এবং সমস্যা গুলো কাটিয়ে উঠতে সহায়তা করবে। জেনে নিন প্রশ্ন গুলো।

এই প্রশ্ন গুলো হতে পারে এমন-

১. এই বছরের কোন কাজের জন্যে আমি গর্ব বোধ করি?
২. কীভাবে আমি নিজেকে সব ক্ষেত্রে আরও উন্নত করতে পারি?
৩. এই বছর কোন কাজে আটকে গিয়েছি? গেলে তা কোথায়?
৪. কোন ক্ষেত্রে এই বছর পর্যাপ্ত উন্নতি হয় নি?
৫. আমি কী আমার ক্যারিয়ার নিয়ে সচেতন ছিলাম গোটা বছর?
৬. এই বছরে আমি কী কী শিখেছি?
৭. আমার এই বছরের আর্থিক অবস্থা কেমন? আগের বছর থেকে তেমন কোন পরিবর্তন আছে কি না, থাকলে সেটা ভালো না খারাপ ?
৮. আমি কিভাবে আমার অবসর সময়গুলোকে কাটিয়েছি? নতুন করে কোন কাজ করেছি অথবা শিখেছি?
৯. পুরো বছর জুড়ে আমার শারীরিক ও মানসিক অবস্থা কেমন ছিল ?
১০. আমার চিন্তাধারা কি উন্মুক্ত ছিল? কতটুকু?
১১. আমি সবচেয়ে বেশী কখন সৃজনশীল ছিলাম?
১২. এই বছর আমি কোন কোন প্রজেক্ট সম্পন্ন করেছি?
১৩. আমি কী পরিমানে সময় নষ্ট করেছি?
১৪. কীভাবে আমি আমার সময়কে পূর্ণ-বিন্যাস করতে পারি?
১৫. কীভাবে ও কখন আমি আমার ব্যর্থতার ভয়কে বাধা হয়ে দাঁড়াতে দিয়েছি?
১৬. আমার নিজের প্রতি অবিশ্বাস আমাকে কখন আঁকড়ে ধরেছিল? এবং কেন?
১৭. কখন আমার নিজেকে সবচেয়ে প্রাণবন্ত মনে হয়েছে?
১৮. আমি অন্যকে কতটুকু প্রভাবিত করেছি আমাকে সম্মান করতে?
১৯. কিভাবে আমি আমার সম্পর্কের উন্নতি সাধন করব?
২০. আমি কি কখনো কারও প্রতি অবিচার করেছি?
২১. আমার কাকে ক্ষমা করা উচিত?
২২. কোথায় আমার হাল ছেড়ে দেয়া উচিত?
২৩. কোন অভ্যাসগুলো আমার বাদ দেয়া উচিত?
২৪. আমি কিসের অভ্যাস গড়ে তুলতে চাই?
২৫. কীভাবে আমি নিজের প্রতি দয়ালু হতে পারি?

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে