Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ , ১৪ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-১১-২০২০

সরিষাবাড়ীতে নতুন করোনায় আক্রান্ত ২ জন, মোট শনাক্ত ১২৯

সরিষাবাড়ীতে নতুন করোনায় আক্রান্ত ২ জন, মোট শনাক্ত ১২৯

জামালপুর , ১১ আগস্ট - জামালপুরের সরিষাবাড়ীতে নতুন আরও ২জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১২৯জন।

রোববার (৯আগষ্ট) রাতে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানা যায়, গত ৮আগষ্ট মোট ১৪জনের নমুনা সংগ্রহ করে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে রোববার (৯আগষ্ট) রাতে পাওয়া রিপোর্টে ২জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

আরও পড়ুন: বন্যায় জামালপুরের ৭৫ শতাংশই প্লাবিত

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ দেবাশীষ রাজবংশী বিষয়টি নিশ্চিত করে বলেন, “জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে রোববার (৯আগষ্ট) রাতে পাওয়া রিপোর্টে ২জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন হলেন, বগারপাড় গ্রামের (পুরুষ), তার বয়স- ৬৫বছর। দ্বিতীয়জন হলেন, পিংনা বারইপটল গ্রামের (পুরুষ), তার বয়স- ৩৮বছর। তিনি আরও জানান, “আক্রান্ত ব্যক্তিরা দুইজনই নিজ বাড়ীতে হোম আইসোলেশনে থাকবেন।”

সূত্র : বিডিলাইভ২৪
এন এইচ, ১১ আগস্ট

জামালপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে