Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ , ১৫ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-১০-২০২০

পুলিশের সামনেই এমপি মোকাব্বিরের গাড়িতে সন্ত্রাসী হামলা

পুলিশের সামনেই এমপি মোকাব্বিরের গাড়িতে সন্ত্রাসী হামলা

সিলেট, ১০ আগস্ট - পুলিশের সামনেই গণফোরাম নেতা ও সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হওয়ার আগ মুহূর্তে উপজেলা পরিষদের গেটে এ ঘটনা ঘটে।

হামলার এ তথ্য নিজেই জানিয়েছেন মোকাব্বির খান। তিনি বলেন, ‘মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় আমি উপস্থিত হওয়ার সময় পুলিশের সামনেই আমার গাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে। আমি এমপি নির্বাচিত হওয়ার পর সংসদে না যাওয়ার জন্য অনেক হুমকি এসেছিল। আমি জনগণের সেবা করার জন্য তারা আমাকে ভোটে নির্বাচিত করেছেন। তখনইতো আমার জীবনের মায়া ছেড়ে আমি সংসদে গিয়েছি। আর এখন আমার ওপরে সন্ত্রাসী হামলা হবে সেটা আমি কখনো ভয় করি না।’

আরও পড়ুন: ‘অচিন পাখি’র ৬৫ যাত্রীই করোনামুক্ত

পরে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসাকে এ ঘটনার ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন এমপি মোকাব্বির খান। পরে সভা শেষে পুলিশ প্রটোকলে সভাস্থল ত্যাগ করেন তিনি।

মোকাব্বির খানের ওপর এ হামলায় নিন্দা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান। ২৪ ঘণ্টার ভেতর দোষীদের গ্রেপ্তারের দাবি করেন তিনি।

ওসি শামীম মুসা বলেন, ‘এমপির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবেন। কাউকেই ছাড় দেব না।’

সূত্র : আমাদের সময়
এন এইচ, ১০ আগস্ট

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে