Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ , ১৩ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-০৮-২০২০

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ছাড়িয়েছে

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ছাড়িয়েছে

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৭ লাখ ২৯ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ৫৮৬ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৮ লাখ ৪ হাজার ৪০৮ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২৭ লাখ ২১ হাজার ১৮৬ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৫১ লাখ ৪৯ হাজার ৭২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৭০ জনের।

আরও পড়ুন: করোনার কারণে শিশুরা নতুন যে রোগে আক্রান্ত হচ্ছে

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪৩ জনের। আর আক্রান্ত হয়েছে ৩০ লাখ ১৩ হাজার ৩৬৯ জন। তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ৫১ হাজার ৩১১ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৪০৭ জন। এছাড়া ইউরোপের শীর্ষে থাকা যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৪৬ হাজার ৫১১ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯ হাজার ৫ জন। এশিয়ায় শীর্ষে অবস্থান করা ভারতে করোনায় ৪২ হাজার ৫৭৮ জনের মৃত্যু ও ২০ লাখ ৮৬ হাজার ৮৬৪ জন আক্রান্ত হয়েছে।

এন এইচ, ০৯ আগস্ট

জানা-অজানা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে