Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ , ১৩ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-০৮-২০২০

বিশ্বব্যাপী সুস্থ হয়ে ফিরলেন প্রায় এক কোটি ২৬ লাখ

বিশ্বব্যাপী সুস্থ হয়ে ফিরলেন প্রায় এক কোটি ২৬ লাখ

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা ভাইরাস করোনার তাণ্ডব চলছেই। প্রতিনিয়ত অচেনা এই ভাইরাসটি কেড়ে নিচ্ছে হাজারো প্রাণ। সংক্রমণের তালিকাতেও যোগ হচ্ছে লাখ লাখ মানুষের নাম। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। আজ শনিবার (৮ আগস্ট) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ২৫ লাখ ৪৫ হাজার ৫৬৭ জন।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৫৬২ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ২৪ হাজার ৭৫ জন।

করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত এই দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ৯৫ হাজার ৫২৪ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৪ জনের। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৬ লাখ ১৬ হাজার ৯৬৭ জন।

আরও পড়ুন: জিমেইলের যে ইতিহাস সম্ভবত অনেকেরই অজানা

দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২৯ লাখ ৬৭ হাজার ৬৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৭০২ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৬৮ হাজার ৩৯৪ জন।

অন্যদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ২০ লাখ ৮৬ হাজার ৮৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ৪২ হাজার ৫৭৮ জনের এবং সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৭ হাজার ৬৬৯ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৮ লাখ ৭৭ হাজার ১৩৫ জন। আর মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭২৫ জনের।

পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৯ হাজার ৯০৯ জন।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৫২ হাজার ৫০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৩৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৯ আগস্ট

জানা-অজানা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে