Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ , ১৪ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-০৭-২০২০

অনন্যা পান্ডেকে সিনেমায় আসতে জোর করেননি চাংকি পান্ডে

অনন্যা পান্ডেকে সিনেমায় আসতে জোর করেননি চাংকি পান্ডে

মুম্বাই, ০৮ আগস্ট - বলিউড অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। গত বছর ‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। বলিউডে স্বজনপ্রীতি বিতর্কে চাংকি কন্যাকেও নানা বিদ্রূপের মুখে পড়তে হচ্ছে।

সম্প্র্রতি এক সাক্ষাৎকারে মেয়ের সিনেমায় নাম লেখানো প্রসঙ্গে চাংকি পান্ডে বলেন, ‘আমার মেয়ে সিনেমায় অভিনয় করছে, এটি তার নিজস্ব অর্জন। তাকে জোর করিনি। আমি নিজেও চিকিৎসক হতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। আমার বাবা একজন প্রসিদ্ধ হার্ট সার্জন এবং মা চিকিৎসক ছিলেন। বলতে অসুবিধা নেই, আমিও অনেক চেষ্টা করেছি। কিন্তু সফল হতে পারিনি। এরপর অভিনয়ে এসেছি। পেশা বাছাইয়ের বিষয়টি এখন সন্তানরাই নির্ধারণ করে। আমি শুধু এখন তাদের সফলতার জন্য প্রার্থনা করতে পারি।’

আরও পড়ুন: অবশেষে সূরজ পাঞ্চোলি দিশা এবং সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুললেন

এই অভিনেতা জানান, মেয়ে অনন্যাকে নিয়ে যখন বিদ্রূপ করা হয় বাবা হিসেবে কষ্ট পান। চাংকি পান্ডে বলেন, ‘অবশ্যই এটি দুঃখের বিষয়। যখন আমি সিনেমা জগতে এলাম বলা হয়েছিল, কারো সুপারিশে সিনেমা পেয়েছি। আমার মনে আছে, ওই সময় এটি নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু এগুলো মেনে নিয়েই এগিয়ে চলতে হবে। এটি নিয়ে বিতর্কে জড়ানোর প্রয়োজন মনে করি না।’

চাংকি পান্ডে বলেন, ‘আমাদের সময়ে অনেক কিছু করতে হতো— পোর্টফোলিও তৈরি, সেগুলো পরিচালক ও প্রযোজকদের সঙ্গে দেখানো। আমাদের জন্য অনেক কঠিন ছিল। কোনো কাস্টিং ডিরেকটর ছিল না। কারো সঙ্গে দেখা করতে হলে এক অফিস থেকে অন্য অফিসে যেতে হতো। এখন সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বিখ্যাত হয়ে সিনেমায় সুযোগ পাওয়া যায়। যারা অভিনয় পেশায় আসতে চায় তাদের জন্য এটি খুব ভালো একটি সময়।’

এন এইচ, ০৮ আগস্ট

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে