Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ , ১০ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-০৭-২০২০

করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

জেনেভা, ০৭ আগস্ট- করোনাভাইরাস মহামারিতে এ পর্যন্ত বিশ্বব্যাপী সাত লাখেরও বেশি মানুষের মৃত্যু এবং এক কোটি ৯০ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে আবারও সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গেব্রিয়েসুস।

ইউএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসপেন সিকিউরিটি ফোরামে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান ডব্লিউএইচও প্রধান, যেখানে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের এবং সাবেক সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইমরান খান ও শি জিংপিং এরদোয়ানকে ‘সৌদির আসনে’ বসাতে চান

ভার্চুয়াল ওই সভায় টেড্রস বলেন, ‘সকল পার্থক্য নিয়েই আমরা একই পৃথিবীতে বাস করছি এবং আমাদের সুরক্ষা পরস্পরের ওপর নির্ভরশীল। কোনো দেশ নিরাপদ থাকবে না, যতক্ষণ না আমরা সবাই নিরাপদ থাকি।’

তিনি বলেন, ‘আমি সকল নেতাদের প্রতি আহ্বান জানাই- এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সহযোগিতার পথ বেছে নিতে। এটিই আমাদের একমাত্র পথ।’

সূত্র : সমকাল
এম এন  / ০৭ আগস্ট

ইউরোপ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে