Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ , ১৫ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-০৪-২০২০

স্থগিত করে দেওয়া হল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ

স্থগিত করে দেওয়া হল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ

করোনাভাইরাসের জেরে অক্টোবরের অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ স্থগিত করে দেওয়া হল। টাউন্সভিল, কেয়ার্নস ও গোল্ড কোস্টে ম্যাচগুলো হওয়ার কথা ছিল অক্টোবরের ৪, ৬ ও ৯ তারিখে। তিন ম্যাচের টি-২০ সিরিজ স্থগিত হয়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের আইপিএল খেলায় আর কোনও সমস্যা নেই। কোনওভাবেই আর বিঘ্নিত হবে না আইপিএল। 

আগের সূচি অনুযায়ী, চলতি বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল টি-২০ বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি ও শক্তি পরীক্ষার জন্য ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে চেয়েছিল অস্ট্রেলিয়া।

কিন্তু আইসিসি'র আলোচনায় টি-২০ বিশ্বকাপ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তার ফলে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাও আর হচ্ছে না। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) সিরিজ স্থগিত করার কথা ঘোষণা করেছে। ২০২১ বা ২০২২ সালে যখন স্থগিত হয়ে যাওয়া টি-২০ বিশ্বকাপ হবে, তার আগে এই সিরিজটা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ রেকর্ড গড়া জয়ে বিশ্বচ্যাম্পিয়নদের মাটিতে নামাল আইরিশরা

এই সিরিজ স্থগিত হয়ে যাওয়ার ফলে দু’দেশের ক্রিকেটারদের আইপিএলের মাঝপথে সংশ্লিষ্ট দল ছেড়ে চলে আসতে হবে না। ফ্র্যাঞ্চাইজিগুলোও পোলার্ড, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়ার্নারদের মতো তারকা ক্রিকেটারদের পুরোপুরি পাবে। সংযুক্ত আরব আমিরাতে আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল হবে ১০ নভেম্বর। 

এআর/০৫ আগস্ট

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে