Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ , ১৪ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-০৪-২০২০

ঈদে বোনের বাড়ি বেড়াতে যাওয়ার পথে তিন ভাই-বোন লাশ

ঈদে বোনের বাড়ি বেড়াতে যাওয়ার পথে তিন ভাই-বোন লাশ

মানিকগঞ্জ, ০৪ আগস্ট- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চরমাস্তুল চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামের হনুফা বেগম (৩৭) তার বোন রোকসানা বেগম (৩০) ও ছোট ভাই রিয়াজুল ইসলাম (২৫)। তারা সবাই বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে এখনও বিপদসীমার উপর যমুনার পানি

স্থানীয় সূত্র জানায়, চরমাস্তুল চরপাড়া বিলে ঝড়ের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে হনুফা বেগম তার বোন রোকসানা বেগম ও ছোট ভাই রিয়াজুলের মৃত্যু হয়। তবে নৌকার মাঝি হনুফার বোনের ছেলে মনির ও হনুফার স্বামী আব্দুল হককে জীবিত উদ্ধার করা হয়। এ সময় নিখোঁজ হন হনুফার মেয়ে মিথিলা ও রোকসানার ছেলে শান্ত। নৌকার মাঝি ছিলেন মনির হোসেন। তিনি হনুফার বোনের ছেলে। ঈদ উপলক্ষে মনিরদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাসমত আলী বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুইজনের সন্ধানে স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

সূত্র : জাগো নিউজ
এম এন  / ০৪ আগস্ট

মানিকগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে