Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ , ১১ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-০৪-২০২০

ধলেশ্বরী নদীর ভাঙন কবলিত স্থল পরিদর্শনে সচিব

ধলেশ্বরী নদীর ভাঙন কবলিত স্থল পরিদর্শনে সচিব

মুন্সীগঞ্জ, ০৪ আগস্ট - মুন্সীগঞ্জ সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব।

সোমবার ৩ আগষ্ট দুপুরে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামের নদী ভাঙ্গন এলাকার ভুক্তভোগীদের খোঁজ খবর নেয়া ও ভাঙ্গন স্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া।

আরও পড়ুন: পিনাক-৬ ট্রাজেডির ছয় বছর, অজ্ঞাতপরিচয়ে ২১ জনের মরদেহ

এসময় আরো উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার, সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ, মুন্সীগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী টি এম রাশেদুল কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর(গাবের পারা) সংলগ্ন ধলেশ্বরী নদীর পানি কমার সাথে সাথে নদীর তীব্র স্রোতের কারণে ভাঙনের তীব্রতা বাড়ায় গত দুই দিনে নদী গর্ভে বিলীন হয়েছে ইসলামপুর গ্রামের প্রায় ২০ টি বাড়ী। হুমকির মুখে আরো শতাধিক বাড়ীসহ নতুন মসজিদ এবং ইসলামপুর কামিল মাদরাসা । এতে নদী ভাঙনকবলিত এলাকার মানুষ আতংকের মধ্যে দিন কাটাচ্ছে । অনেক পরিবার তড়িঘড়ি করে তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে।

সূত্র : বিডিলাইভ২৪
এন এইচ, ০৪ আগস্ট

মুন্সিগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে