Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ , ১০ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-০৩-২০২০

কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতি করোনায় আক্রান্ত

কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতি করোনায় আক্রান্ত

প্রিস্তিনা, ০৪ আগস্ট - দক্ষিণ-পূর্ব ইউরোপের মুসলিম প্রধান দেশ কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তবে তার দেহে ভাইরাসটির গুরুতর কোনো উপসর্গ নেই। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়ে বলছে, প্রধানমন্ত্রী হোতি আইসোলেশনে রয়েছেন।

গত জুনে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা হোতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, তিনি করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। হাল্কা কাশি ছাড়া তার শরীরে এখনও কোনো উপসর্গ নেই। আগামী দুই সপ্তাহ তিনি আইসোলেশনে থাকবেন। আর এই সময়ে বাড়ি থেকেই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি।

আরও পড়ুন: নরওয়ের এক প্রমোদতরীর কমপক্ষে  ৪১ জন করোনায় আক্রান্ত

ইউরোপের অন্যতম দরিদ্র দেশ কসোভোর জনসংখ্যা ১৮ লাখের মতো। এখন পর্যন্ত সেখানে ৮ হাজার ১০৪ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২১২ জন মারা গেছে।

তবে মহামারি করোনা পরিস্থিতি সামলানো নিয়ে সমালোচনার মুখে পড়েছে প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতির সরকার। এ নিয়ে এর আগে মানুষজন বিক্ষোভও করেছেন। করোনা সংকটের শুরুতে এমন বিক্ষোভ দেশটির রাজনৈতিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলে দিয়েছিল।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৪ আগস্ট

ইউরোপ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে