Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ , ৫ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-০৩-২০২০

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ছাড়াল

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ছাড়াল

ওয়াশিংটন, ০৩ আগস্ট- প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৩৬৫ জন। নতুন করে প্রায় ৫০ হাজার মানুষের করোনা শনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৮ লাখ ১৩ হাজার ৬৪৭ জন হয়েছে। সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টা এমন পরিসংখ্যা জানায় ওয়াল্ডো মিটার। আক্রান্ত ও প্রাণহানির বড় একটি অংশ ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, নিউ জার্সি, ইলিনয়েস ও জর্জিয়ার মতো অঙ্গরাজ্যগুলোর। এমতাবস্থায় কার্যকরি ভ্যাকসিনের পথচেয়ে দিন গুনছে সর্বোচ্চ ক্ষমতার দেশটি।   

তবে ট্রাম্পের দেশে কমেছে সুস্থতার হার। এখন পর্যন্ত আক্রান্তদের অর্ধেক রোগী স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন। যার সংখ্যা ২৩ লাখ ৮০ হাজার। বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

আরও পড়ুন: প্রথমে কারা করোনার ভ্যাকসিন পাবেন?

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা এখন ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৫ লাখ ১৫হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ৩৯৭ জনের। ফ্লোরিডায় সংক্রমণ এক লাফে ৪ লাখ ৮৭ হাজার পেরিয়েছে। ইতোমধ্যে সেখানে ৭ হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা সাড়ে ৪ লাখে পৌঁছেছে। যেখানে প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৩৪১ জনের। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ ৪৫ হাজার। এর মধ্যে ৩২ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে। নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৮৮ হাজার। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৯১৩ জনের।

এছাড়া, ইলিনয়স, জর্জিয়া, অ্যারিজোনা, ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা ও লুসিয়ানার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

সূত্র : একুশে টিভি
এম এন  / ০৩ আগস্ট

উত্তর আমেরিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে