Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ , ৭ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-০২-২০২০

কলকাতা পুলিশের আরও এক করোনা যোদ্ধার মৃত্যু

কলকাতা পুলিশের আরও এক করোনা যোদ্ধার মৃত্যু

কলকাতা, ০২ আগস্ট - করোনা আক্রান্ত হয়ে ফের এক কলকাতা পুলিশ কর্মীর মৃত্যু৷ জোড়াবাগান ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন৷ করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন বাইপাসের ধারে একটি হাসপাতালে৷ আজ রবিবার সেখানেই তার মৃত্যু হল৷ কলকাতা পুলিশ জানিয়েছে,‘কনস্টেবল দীপঙ্কর সরকার৷ জোড়াবাগান ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন৷

একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে৷ কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে৷ প্রাণ হারালেন আজ রবিবার৷ প্রয়াত সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি, এবং থাকব সর্বতোভাবে৷’

বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন কনস্টেবল দীপঙ্কর সরকার৷ উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করান তিনি৷ সেই রিপোর্ট পজেটিভ আসে৷ চিকিৎসা চলছিল বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে৷

রবিবার তার মৃত্যু হল৷ একে নিয়ে এই পর্যন্ত করোনায় কলকাতা পুলিশের ৮ জনের মৃত্যু হল৷ এর আগে করোনা আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের এক এএসআই এর মৃত্যু হয়৷ তপন চন্দ্র কুমার নামে অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর চিৎপুর থানায় কর্মরত ছিলেন৷

আরও পড়ুন: ভোটের আগেই কোন্দলে জেরবার BJP, শাহের দ্বারস্থ বাংলার ৪ সাংসদ, ঠুকলেন নালিশ

গত শুক্রবার সকালে তার মৃত্যু হয়৷ তারও আগে গত মঙ্গলবার করোনায় মৃত্যু হয় চারু মার্কেট থানার কনস্টেবল দেবেন্দ্রনাথ তির্কির৷ প্রায় প্রতিদিনই কলকাতা পুলিশের কেউ না কেউ করোনা আক্রান্ত হচ্ছেন৷ গত বৃহস্পতিবার কলকাতা পুলিশের ৪৩ জন নতুন করে আক্রান্ত হয়েছিলেন বলে খবর৷

এদের নিয়ে কলকাতা পুলিশে মোট আক্রান্তের সংখ্যাটা ছিল ১১৮৮ জনে৷ লালবাজার জানিয়েছিল,করোনা আক্রান্তের মধ্যে বেশির ভাগই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন৷

গত বৃহস্পতিবার একদিনে আক্রান্তের থেকে সুস্থ হয়ে উঠেছিলেন বেশি পুলিশকর্মী৷ ওই দিন সুস্থ হয়েছিলেন মোট ৫১ জন৷ কলকাতা পুলিশে মোট সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন ৮০০ জন৷

এক সপ্তাহ আগে চারু মার্কেট থানার অন্তত ৮ জন পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন বলে খবর৷ ওই থানায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায়েছিল প্রায় ১৮ জনে৷ হেস্টিংস থানাতেও করোনায় আক্রান্তের সংখ্যাটা ছিল প্রায় ১০ জনে৷ এছাড়া কসবা, রবীন্দ্র সরোবর থানায়ও অনেকে আক্রান্ত ছিলেন৷

সূত্র : কলকাতা২৪
এন এইচ, ০২ আগস্ট

পশ্চিমবঙ্গ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে