Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ , ১৩ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.1/5 (19 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-২১-২০২০

হাসপাতালে নাচে-গানে মাতোয়ারা করোনা রোগীরা! (ভিডিও সংযুক্ত) 

হাসপাতালে নাচে-গানে মাতোয়ারা করোনা রোগীরা! (ভিডিও সংযুক্ত) 

করোনা মহামারির ভয়ে কাবু ১৩৩ কোটি ভারতবাসীকে বেঁচে থাকার মন্ত্র দিলেন উপসর্গবিহীন করোনা রোগীরাই। নেচে, গেয়ে মাতিয়ে তুললেন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। ঘরবন্দি মানুষ অবসাদ আর দুরাশার দিনে এই ভিডিও থেকেই পাচ্ছেন বাঁচার অনুপ্রেরণা।

কর্ণাটকের বেরালি ডেন্টাল কলেজের ঘটনা। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, সেখানেই এ দিন বলিউডের গানের তালে তালে নাচে মেতে ওঠেন উপসর্গবিহীন করোনা রোগীরা। তাদের সঙ্গে নাচে যোগ দেন চিকিৎসকরাও। করোনা বিধি মেনেই এই নাচের আসর বসানো হয়েছিল হাসপাতালের ফ্লোরে।

১৯ জুলাই ভিডিওটি শেয়ার করার পর এক লাখেরও বেশি মানুষ সেই ভিডিওটি দেখেছেন। করোনা কি আমারো প্রাণ নেবে? এই প্রশ্নটি যখন প্রতিটি সুস্থ মানুষকেও প্রতি মুহূর্তে উদ্বিগ্ন করে রাখছে, তখন করোনা রোগীদের এই ভিডিও অক্সিজেন জুগিয়েছে সন্ত্রস্ত সাধারণ মানুষের মনে।

উল্লেখ্য, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৫৬ হাজার ১৮৯ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৯ জনের। বহু মানুষেরই আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে এই সময়ে। নেটিজেনরা বলছেন একদিকে কভিড যোদ্ধাদের স্ট্রেস কাটানো, অন্যদিকে কভিড আক্রান্তদের ভরসা দেওয়া, দু’টি কাজই সাফল্যের সঙ্গে করেছেন এই করোনা রোগীরা।

সূত্র : নিউজ ১৮

আর/০৮:১৪/২১ জুলাই

বিচিত্রতা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে