Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ , ১৩ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (20 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-১৯-২০২০

ধর্মের ঊর্ধ্বে প্রেম, নতুন লুকে প্রশংসিত মিথিলা

ধর্মের ঊর্ধ্বে প্রেম, নতুন লুকে প্রশংসিত মিথিলা

ঢাকা, ১৯ জুলাই- সৃজিত ও মিথিলার বিয়ের পর থেকেই ধর্ম নিয়ে হাজারো কটাক্ষ শুনতে হয়েছে এই তারকা দম্পতিকে। প্রকৃত ভালবাসা যে ধর্ম-বর্ণ, কাঁটাতারসহ সবকিছুর উর্ধ্বে; তা এই তারকা দম্পতি বারবার বুঝিয়ে দিয়েছেন। কড়া ভাষায় সমালোচকদের মুখও বন্ধ করেছিলেন মিথিলা।

এবার শাখা-পালা পরে নতুন লুকে ধরা দিলেন এই রূপসী। মোহময়ী মিথিলাকে দেখে ভক্ত অনুরাগীরাও প্রশংসায় একেবারে পঞ্চমুখ। মিথিলার নতুন লুকের এই ছবি দেখে অনেকে বলছেন, “কী মিষ্টি! শাখা-পালায় দিব্যি মানিয়েছে তোমাকে।”

মুসলিম হয়ে হিন্দু ধর্মে বিয়ে করার জন্য একাধিকবার নেটজনতার কটাক্ষের শিকার হয়েছেন। কিন্তু তাতে কী! ভালবাসা আর মনের টানই তো আসল। তাই একে অপরের আচার-রীতি মানিয়ে নিতেও তাঁরা কুণ্ঠাবোধ করেন না। আর তারকাদম্পতির এই স্পিরিটকেই অনুরাগীরা বারবার কুর্নিশ জানিয়েছেন।

আরও পড়ুন:  অমুসলিম দাবি করলেও কোরবানি দিতে চান অপু, শাকিবের কাছে চাইলেন অর্থ

বিগত কয়েক মাস ধরে এ দম্পতির দেখা হয়নি। করোনা কাল বলে দেশেই আটকে রয়েছেন মিথিলা। আর অন্যদিকে কলকাতার বাড়িতে বসে সিনেমা, ওয়েব সিরিজের কাজে মগ্ন সৃজিত।

হাজারো জল্পনা, ধোঁয়াশা সবকিছুকে ধূলিসাৎ করে দিয়ে গতবছর ৬ ডিসেম্বর কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মিথিলা। সমালোচকদের মুখে ছাই দিয়ে সেদিনের গোধূলি লগ্নে এক হয়েছিল চার হাত। এ মিলন শুধু হিন্দু-মুসলিমের মিলন নয়, বরং কাঁটাতারের উর্দ্ধে গিয়ে এ মিলন মনুষ্যত্বের।

আর/০৮:১৪/১৯ জুলাই

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে