Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ৫ আগস্ট, ২০২০ , ২১ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-১২-২০২০

এবার করোনা অনুপম খেরের পরিবারে

এবার করোনা অনুপম খেরের পরিবারে

মুম্বাই, ১২ জুলাই- করোনা আক্রান্ত অভিনেতা অনুপম খেরের মা, ভাই সহ পরিবারের ৪ জন। নিজেই টুইট করে জানিয়েছেন অভিনেতা। এই মুহূর্তে তার মা দুলারি খের সহ পরিবারের অন্যান্যরা কোকিলা বেন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে অভিনেতা।

ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, টুইটে অনুপম খের লিখেছেন, ''আমার মা দুলারি খের করোনা আক্রান্ত। তার শরীরে করোনার মৃদু লক্ষণ দেখা দিয়েছে। আমরা তাকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করেছি। আমার ভাই, বৌদি, ভাইজি সতর্কতা মেনে চলার পরো তাদের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমি টেস্ট করিয়েছি। তবে আমার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট নেগেটিভ।''

ভিডিও বার্তায় অনুপম খের আরো বলেন, ''বেশকিছু দিন ধরে মা অসুস্থ বোধ করছিলো। আমরা রক্ত পরীক্ষা, সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা করাই। এরপর ওনার কোভিডের মৃদু লক্ষণ দেখা যায়। জানা যায় উনি কোভিড-১৯ পজিটিভ। আমার ভাই, আমি ও পরিবারের সকলে যেহেতু ওনার সঙ্গেই থাকি, তাই টেস্ট করাই। আমার রিপোর্ট নেগেটিভ আসলেও ভাই রাজুর রিপোর্ট পজিটিভ আসে। পরে বৌদি, ভাইজিও টেস্ট করালে তাদেরও রিপোর্ট পজিটিভ দেখা যায়। তবে আবার ভাইপোর রিপোর্ট নেগেটিভ আসে। আমরা মাকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করাই। আর আমার ভাই, বৌদি, ভাইজি সকলে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আমরা BMC-কে জানিয়েছি। BMC খুব ভালো কাজ করছে। ওদের তরফে আমার ভাইয়ের বাড়ি স্যানিটাইড করা হচ্ছে। আর আমার কর্তব্য এটা আপনাদের সকলকে জানানো। যদি আপনাদের পরিবারে কেউ অসুস্থবোধ করেন, তাহলে সঙ্গে সঙ্গে টেস্ট করান। কঠিন পরিস্থিতিতে চিকিৎসকেরা খুব ভালো কাজ করছে। ওনাদের জন্য প্রশংসাও কম হয়ে যাবে। আমার ও আমার পরিবারের সঙ্গে আপনাদের ভালোবাসা আছে, আশা করি সকলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।''

প্রসঙ্গত, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে, তারা লীলাবতি হাসপাতালে ভর্তি রয়েছেন। ইতিমধ্যেই BMC এর পক্ষ থেকে বিগ বি-র বাংলো স্যানিটাইজড করা হয়েছে।

আর/০৮:১৪/১২ জুলাই

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে