Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ , ৩০ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (15 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-১১-২০২০

কিশোরগঞ্জে নতুন ১৯ জনের করোনা শনাক্ত, পুলিশ সদস্যের মৃত্যু

কিশোরগঞ্জে নতুন ১৯ জনের করোনা শনাক্ত, পুলিশ সদস্যের মৃত্যু

কিশোরগঞ্জ, ১১ জুলাই- কিশোরগঞ্জে নতুন করে আরও ১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট ১ হাজার ৭১৭ জন করোনা আক্রান্ত হলেন। 

এদিকে করোনায় এক পুলিশ সদস্য (৫১) মারা গেছেন। তিনি ভৈরব হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১৮ জুন তার করোনা ধরা পড়ে। জেলায় এ নিয়ে মোট ৩০ জন করোনায় মারা গেলেন। 

এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১ হাজার ৩৬২ জন সুস্থ হলেন। সুস্থ ও মৃত বাদ দিয়ে বর্তমানে আক্রান্ত রোগী রয়েছেন ৩২৫ জন। তাদের মধ্যে ২৪ জন হাসপাতালে এবং বাকিরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। 

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, শনিবার ১১২ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ১৯ জনের পজিটিভ ও ৯৩ জনের নেগেটিভ এসেছে। 

তিনি জানান, নতুন করোনা শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১ জন, হোসেনপুরে ১ জন, পাকুন্দিয়ায় ৪ জন, কুলিয়ারচরে ২ জন, ভৈরবে ৩ জন, নিকলীতে ১ জন ও বাজিতপুর উপজেলায় ৭ জন রয়েছেন। 

এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলার ৪০৬ জন, হোসেনপুরে ৩৮ জন, করিমগঞ্জে ১১১ জন, তাড়াইলে ৮০ জন, পাকুন্দিয়ায় ৮৫ জন, কটিয়াদীতে ১০২ জন, কুলিয়ারচরে ১০৫ জন, ভৈরবে ৫৩২ জন, নিকলীতে ৩২ জন, বাজিতপুরে ১৪৬ জন, ইটনায় ৩০ জন, মিঠামইনে ৩৮ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সূত্র : সমকাল
এম এন  / ১১ জুলাই

কিশোরগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে