Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ , ২৭ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-১০-২০২০

রাগে ফুঁসছেন স্টুয়ার্ট ব্রড

রাগে ফুঁসছেন স্টুয়ার্ট ব্রড

লন্ডন, ১০ জুলাই- ক্যারিয়ারের এই সময়ে এসে এমন পরিস্থিতিতে পড়বেন, কল্পনাও করেননি স্টুয়ার্ট ব্রড। যিনি ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সফলতম বোলার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজও যার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই জিতেছে ইংলিশরা, সেই ব্রডকে এবার খালি গ্যালারিতে ‘একমাত্র দর্শক’ বানিয়ে দিলেন নতুন অধিনায়ক বেন স্টোকস!

অ্যাগিয়াস বোলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলবেন না, টেস্ট শুরুর ঠিক আগের দিন রাতে এমন কথা জানিয়ে দেয়া হয় ব্রডকে। এরপর থেকে আর স্বাভাবিক থাকতে পারছেন না ডানহাতি এই পেসার, রীতিমত ক্ষোভে ফুঁসছেন।

ক্যারিবীয়দের বিপক্ষে চলতি টেস্টে ইংল্যান্ডের পেস আক্রমণ সাজানো হয়েছে জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার আর মার্ক উডকে দিয়ে। ৩৪ বছর বয়সী ব্রডকে না নেয়ার পেছনে যুক্তি, অ্যাগিয়াস বোলের পিচে দ্রুতগতির বোলার দরকার।

এমন যুক্তি কিছুতেই মানতে পারছেন না ব্রড। গত গ্রীষ্মে অ্যাশেজ সিরিজে ২৬.৬৫ গড়ে ২৩ উইকেট নিয়েছেন। শীত মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজে ইংলিশদের ৩-১ ব্যবধানে জয়ে দলের সেরা বোলার ছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পরও বাদ পড়ে স্বভাবতই রাগ সামলাতে পারছেন না।

স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপে ব্রড বলেন, ‘আমি এমনিতে আবেগী মানুষ নই। তবে গত কয়েকদিন আমার জন্য ভীষণ কঠিন গেছে। যদি বলি আমি হতাশ, তবে কম বলা হবে। আমি আসলে ক্ষুব্ধ, রাগান্বিত, ভেতরে জ্বলছে। এমন সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন।’

অ্যাশেজ আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পারফরম্যান্সের প্রসঙ্গ তুলে ডানহাতি এই পেসার বলেন, ‘আমি সম্ভবত গত কয়েক বছরে নিজের সেরা বোলিংটাই করছি। আমি ভেবেছিলাম, জার্সিটা আমার। অ্যাশেজ আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে আমি দলে ছিলাম এবং সেখানে জিতেছি।’

৪৮৫ উইকেটের মালিক ব্রড যোগ করেন, ‘এটা আসলে মেনে নেওয়া কঠিন। তবে আমি কিছুটা খুশি যে আমি হতাশা এবং রাগটা প্রকাশ করতে পারছি। না হলে আমাকে অন্য কোনো সিদ্ধান্ত নিতে হতো। আমার মনে হয় না কিছু প্রমাণের আছে। ইংল্যান্ড জানে আমি কি করতে পারি। নির্বাচকরাও জানেন। যখন আমি আবারও সুযোগ পাব, দুর্দান্ত খেলব, বাজি ধরতে পারেন।’

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/১০ জুলাই

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে