Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ১০ আগস্ট, ২০২০ , ২৬ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-১০-২০২০

কুমিল্লায় প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

কুমিল্লায় প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

কুমিল্লা, ১০ জুলাই- কুমিল্লায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে মহানগরীর কোটবাড়ী রোডের চাঙ্গেনী মোড় এলাকায় কাউন্সিলরের বাড়ির পাশে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আক্তার হোসেন (৬০) নির্মাণ সামগ্রীর ব্যবসায়ী ছিলেন। তিনি ২৩ ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক আলালের বড় ভাই ও চাঙ্গেনী এলাকার প্রয়াত আলী হোসেনের ছেলে। হামলায় তার ভাইসহ আরও ৫ থেকে ৬ জন আহত হয়েছেন।

মহানগরীর ২৩ ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন ও তার ভাইরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পুলিশ কাউন্সিলরের ৩ ভাইকে আটক করেছে।

সূত্র : সমকাল
এম এন  / ১০ জুলাই

কুমিল্লা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে