Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ , ২৬ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-০৯-২০২০

নতুন পদ সৃষ্টিসহ ৬ দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

নতুন পদ সৃষ্টিসহ ৬ দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

ঢাকা, ০৯ জুলাই- গ্রেড উন্নয়ন, নতুন পদ সৃষ্টিসহ ছয় দফা দাবিতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছে।

সারাদেশে সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে একযোগে চলছে এই কর্মবিরতি। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি দুপুর ১টা পর্যন্ত চলার কথা রয়েছে।

সংগঠনটির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল শাখাও একই সময়ে হাসপাতালের বাগান গেটে মানববন্ধন করে। ছয় দফা দাবি হলো-

১. প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে বয়সোত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্টদের বয়স প্রমার্জনা সাপেক্ষে অবিলম্বে ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্টকে এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান ও মেডিকেল টেকনোলজিস্টদের নতুন পদ সৃষ্টি।

২. মেডিকেল টেকনোলজিস্টদের বেতন স্কেল ১১ম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ।

৩. ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চালুকরণ।

৪. স্বেচ্ছাসেবক/অস্থায়ী/মাস্টাররোলের মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ বন্ধকরণ।

৫. সুপ্রিমকোর্টের আদেশ এবং প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ মোতাবেক ওয়ান আমব্রেলা কনসেপ্ট (One Umbrella Concept) বাস্তবায়ন এবং কারিগরি শিক্ষাবোর্ডে সংশ্লিষ্টদের মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারিগরি শিক্ষাবোর্ডে থেকে পাসকৃতদের স্বাস্থ্য বিভাগে নিয়োগ না দেওয়া।

৬. সম্প্রতি অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টের স্থায়ী নিয়োগের সুপারিশের আলোকে ১৪৫ জন নিয়োগ পাওয়া মেডিকেল টেকনোলজিস্টের নিয়োগপত্র বাতিলকরণ এবং অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি প্রদান।

সংগঠনটির ঢামেক হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, আমরা এর আগে আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য দুই দফা স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান ধর্মঘট পালন করেছে। ৫ জুলাই সকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে আমাদের সেই অবস্থান ধর্মঘট। পরবর্তীতে ৬, ৭ ও ৮ জুলাই আমরা জনসংযোগ করি।

তিনি বলেন, সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজ এই ২ ঘণ্টা কর্মবিরতি চলছে। ঢাকা মেডিকেলসহ দেশের সব হাসপাতাল, ইনস্টিটিউটেই এই দুই ঘণ্টা কাজ বন্ধ রয়েছে। আমাদের দাবি মানা না হলে পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।

সূত্র: দেশ রূপান্তর
এম এন  / ০৯ জুলাই

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে