Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ৮ আগস্ট, ২০২০ , ২৪ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-০৬-২০২০

‘ক্রীড়াঙ্গনেও স্মরণীয় হয়ে থাকবেন এন্ড্রু কিশোর’

‘ক্রীড়াঙ্গনেও স্মরণীয় হয়ে থাকবেন এন্ড্রু কিশোর’

ঢাকা, ০৬ জুলাই- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, ‘কিংবদন্তী সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে ক্রীড়াঙ্গনও হারালো প্রিয় এক মুখ। নিজের কণ্ঠ দিয়ে তিনি ক্রীড়াঙ্গনেও হয়ে থাকবেন স্মরণীয়। কারণ, খেলাধুলার মেগা ইভেন্টগুলোর উদ্বোধনী বা সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করে ভক্তদের মন জয় করেছেন তিনি।’ দেশের এই বরেণ্য সঙ্গীত শিল্পীর মৃত্যুর পর এক শোকবার্তায় এসব কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

এন্ড্রু কিশোরের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রী গভীর শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেছেন, ‘আমি গুণী এই শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তার পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এন্ড্রু কিশোর ছিলেন দেশের সঙ্গীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। ক্রীড়াঙ্গনের সাথেও শিল্পী এন্ড্রু কিশোরের নামটি মিশে আছে। যে কোনো বড় ইভেন্টের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে তার উজ্জ্বল পারফরম্যান্স দর্শক শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে। বাংলা গানের জনপ্রিয় এ শিল্পীর মৃত্যু সাংস্কৃতিক পরিমন্ডলের এক বিরাট ক্ষতি। দেশীয় সংস্কৃতির উৎকর্ষ সাধনে এবং দেশে ও দেশের বাইরে বাংলা সংস্কৃতির প্রতিনিধিত্বকরণে এই কালজয়ী শিল্পীর অসামান্য অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। নিজের অনবদ্য সৃষ্টিগুলোর মধ্যেই অমর হয়ে থাকবেন এন্ড্রু কিশোর।’

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/৬ জুলাই

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে