Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ৭ আগস্ট, ২০২০ , ২৩ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-০৬-২০২০

শচিনকে কখনও প্রথম বল খেলাতে পারেননি গাঙ্গুলি

শচিনকে কখনও প্রথম বল খেলাতে পারেননি গাঙ্গুলি

কলকাতা, ০৬ জুলাই- ওয়ানডে ইতিহাসের সফলতম উদ্বোধনী জুটি শচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি। দুজন মিলে ১৩৬ ওয়ানডেতে ইনিংস সূচনা করে রেকর্ড ৬৬০৯ রানের জুটি গড়েছেন। প্রায় ১৩ বছর আগে করে রাখা সেই রেকর্ড এখনও অক্ষত রয়েছে ওয়ানডে ক্রিকেটে। এ রেকর্ড গড়ার পথে অনেক মজার ঘটনার মুখোমুখিই রয়েছে শচিন-গাঙ্গুলি।

যার মধ্যে একটির কথা আজ (সোমবার) জানিয়েছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সেটি হলো কখনওই শচিনকে তার নিজের ইচ্ছায় প্রথম বল খেলাতে পারেননি গাঙ্গুলি। ম্যাচের পরিস্থিতি কিংবা বর্তমান ফর্ম যেমনই হোক না কেন, কখনও ম্যাচের প্রথম বলে স্ট্রাইক নিতেন না শচিন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) টুইটার হ্যান্ডলারে প্রকাশ করা হয়েছে একটি ভিডিও। যেখানে বর্তমান দলের ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে নিজের খেলোয়াড়ি জীবনের নানান বিষয়ে কথা বলেছেন গাঙ্গুলি। একপর্যায়ে মায়াঙ্কই আনেন শচিনের সঙ্গে উদ্বোধনী জুটি গড়ার প্রসঙ্গ।

তখন গাঙ্গুলি বলেন, ‘সবসময় সে (শচিন) আমাকে প্রথম বল খেলতে বাধ্য করতো। আমি মাঝেমাঝে তাকে বলতাম যে, তোমারও কিছু সময় প্রথম বলে স্ট্রাইক নেয়া উচিৎ। এ বিষয়ে তার দুইটি উত্তর প্রস্তুত থাকতো।’

‘প্রথমত যখন তার ফর্ম ভালো থাকতো, সে বিশ্বাস করতো যে নন স্ট্রাইক প্রান্তে শুরু করলেই ভালো হবে। আবার যখন তার ফর্ম ভালো থাকতো না, তখনও সে নন স্ট্রাইকেই থাকতো। বলতো যে এতে করে তার ওপর আসা চাপ কমে যায়। ভালো ফর্ম বা খারাপ ফর্ম- দুইটার জন্যই তার উত্তর প্রস্তুত।’

তবে শচিনকে দুই-একবার স্ট্রাইক নিতে অনেকটা বাধ্যই করেছিলেন গাঙ্গুলি। শচিনের আগেই উইকেটে গিয়ে যদি নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে যান গাঙ্গুলি, তাহলে টিভি ক্যামেরা চলে আসায় আর জোরাজুরি করতে পারেন না শচিন। ফলে সেদিন প্রথম বল খেলতেন শচিন।

গাঙ্গুলি বলেন, ‘মাঝেমধ্যে কখনও যদি তাকে পাশ কাটিয়ে আগেই নন স্ট্রাইকে দাঁড়ানো যায় এবং টিভির সম্প্রচার শুরু হয়ে যায়, তাহলে সে স্ট্রাইক নিতে বাধ্য হয়। এমনটা একবার অথবা দুইবার হয়েছে। আমি তাকে পাশ কাটিয়ে চলে গিয়েছি এবং নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে পড়েছি।’

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/৬ জুলাই

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে