Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ , ২৯ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৭-০১-২০২০

ফরিদপুরে পুলিশ-চিকিৎসকসহ আরও ৯৩ জনের করোনা

ফরিদপুরে পুলিশ-চিকিৎসকসহ আরও ৯৩ জনের করোনা

ফরিদপুর, ০১ জুলাই- ফরিদপুরে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দুই হাজারের কাছাকাছি গিয়ে ঠেকেছে। গত ২৪ ঘন্টায় জেলায় সাত পুলিশ সদস্য, এক চিকিৎসক ও চার স্বাস্থ্য কর্মীসহ আরও ৯৩ জনের শরীরে এই রোগ শনাক্ত হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব থেকে এ তথ্য জানা গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৭১ জনে।

ফরিদপুরে নতুন শনাক্তদের মধ্যে ফরিদপুর পুলিশ লাইনস, কোর্ট পুলিশ, কারা পুলিশ ও হাইওয়ে পুলিশসহ মোট ৭ জন রয়েছেন। এ ছাড়া একজন চিকিৎসক ও চার স্বাস্থ্য কর্মী রয়েছেন। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয় ও সিভিল সার্জনের কার্যালয়ের একজন করে রয়েছেন।

ফরিদপুরে নতুন করে যে ৯৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ফরিদপুর সদরে ৭৮ জন, নগরকান্দায় ৯, ভাঙ্গায় ৩ জন, বোয়ালমারীতে ২ জন এবং আলফাডাঙ্গায় একজন রয়েছেন।

ফরিদপুরে মোট শনাক্ত ১ হাজার ৯৭১ জনের মধ্যে ফরিদপুর সদরে ৮৬৪ জন, ভাঙ্গায় ৩২৯ জন, বোয়ালমারীতে ২৪৯ জন, সদরপুরে ১২৮ জন, নগরকান্দায় ১৩০ জন, চরভদ্রাসন ৯০, সালথায় ৬৫ জন, মধুখালীতে ৫৯ জন এবং আলফাডাঙ্গায় ৫৭ জন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, নতুন শনাক্তের মধ্যে সাত জন পুলিশ সদস্য রয়েছে। নতুন শনাক্তদের মধ্যে একজন কারারক্ষীও রয়েছেন। এ ছাড়া গত রাতে এক পুলিশ সদস্য মৃত্যু বরণ করছেন। পুলিশ সদস্যদের সার্বক্ষণিক মাঠে কাজ করতে হয়। এজন্য তাদের মধ্যে আক্রান্তর হারও বেশি।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, সোমবারের তুলনায় মঙ্গলবার শনাক্তের হার বেড়ে গেছে। সদরে আক্রান্তের হার বেশি। আমরা বেশি করে নমুনা পরীক্ষার উপর জোর দিয়েছি।

সূত্র : সমকাল
এম এন  / ০১ জুলাই

ফরিদপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে