Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ , ২৬ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৬-২৮-২০২০

কেন যে সুশান্তর সঙ্গে কথা বললাম না : আক্ষেপ শোয়েবের

কেন যে সুশান্তর সঙ্গে কথা বললাম না : আক্ষেপ শোয়েবের

ইসলামাবাদ, ২৯ জুন- দুই সপ্তাহ আগে নিজ ঘরে মারা গেছেন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। সম্প্রতি মুম্বাই পুলিশ তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। তারা উল্লেখ করেছে, সুশান্ত আত্মহত্যা করেছে। তবে যাই হোক না কেন, সুশান্তের মৃত্যুর পর তার ভক্ত, বন্ধু ও শুভাঙ্খীদের আক্ষেপ ঝড়ছেই। সেই তালিকায় এবার যোগ দিলেন পাকিস্তানের স্পিড স্টার শোয়েব আকতার।

নিজের ইউটিউব চ্যানেলে সুশান্তকে নিয়ে শোয়েব বলেন, '২০১৬ সালে মুম্বাইয়ের অলিভ হোটেলে তাকে প্রথম দেখি। সে আমার পাশ দিয়ে মাথা নিচু করে হেঁটে যায়। তখন আমার বন্ধু আমাকে বলল, এই ছেলেটা (সুশান্ত) ধোনির সিনেমায় কাজ করছে। সে সাধারণ এক পরিবার থেকে উঠে এসেছে। এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরিতে সিনেমায় দারুন কাজ করেছিল সে। ফলে সিনেমাটি বেশ ব্যবসা-সফল হয়।'

শোয়েব বলেন, 'আমার এখন কষ্ট লাগে কেন সেদিন হোটেলে তার সাথে দাঁড়িয়ে কথা বললাম না। হয়তো তার সাথে মজার গল্প হতো। নিজের অভিজ্ঞতা তার সাথে ভাগাভাগি করতে পারতাম। হয়তো আমার কথা শুনে সুশান্ত জীবনের তাৎপর্য খুঁজে পেত। আমরা এখন আফসোস হচ্ছে। আমি তার কথা বলার সুযোগটা হাতছাড়া করেছি।'

ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনভিত্তিক চলচ্চিত্র 'এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি'তে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন সুশান্ত।  আত্মহত্যা কোন জীবনের কোন সুরাহা হয় না বলে জানান শোয়েব। তিনি বলেন, 'ব্যর্থতা জীবনেরই অংশ। সকলের জীবনেই ব্যর্থতা আছে। সমস্যা হলে সবার সাথে আলোচনা করা উচিত। ভারতের অভিনেত্রী দীপিকা পাডুকনেরও মানসিক সমস্যা হয়েছিল, পরে সে তাঁর সমস্যার কথা শেয়ার করেছিল। আমার মনে হয় সুশান্তেরও ওমন করা উচিত ছিল।'

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/২৯ জুন

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে